চট্টগ্রাম শিশু একাডেমিতে শিশুর বিকাশ সম্পর্কিত প্রশিক্ষণ কার্যক্রম

| বৃহস্পতিবার , ১ জুন, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা শিশু একাডেমির আয়োজনে ও এপিসি প্রকল্পের উদ্যোগে শিশুর বিকাশ সম্পর্কিত প্রশিক্ষণ কার্যক্রম মডিউল ‘জীবনের যাত্রা’ বিষয়ক প্রাথপ্রাথমিক, শিশু বিকাশ কেন্দ্রের শিক্ষক ও শিশু একাডেমির প্রশিক্ষণ বিভাগের প্রশিক্ষকগণের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম একাডেমি মিলনায়তনে গতকাল বুধবার সম্পন্ন হয়। গত সোমবার অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহআল মামুন। গতকাল বুধবার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ উদ্দিন। উপস্থিত ছিলেন জেলা শিশু একাডেমির অবসরপ্রাপ্ত শিশু বিষয়ক কর্মকর্তা মো. নূরুল আবছার ভূঁঞা ও ইউনিসেফের শিশু সুরক্ষা কর্মকর্তা জেসমিন বি হোসাইন। চট্টগ্রাম জেলা শিশু একাডেমি, শিশু বিকাশ কেন্দ্র ও কক্সবাজার জেলা শিশু একাডেমির প্রশিক্ষণ বিভাগের প্রশিক্ষক ও শিক্ষকগণ ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দরকার সহশিক্ষা কার্যক্রম। সংস্কৃতিচর্চা শিশু চিন্তা শক্তির বিকাশ ঘটায়। এজন্য সংস্কৃতিচর্চাকে মূল ধারায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন। শিশুদের সংস্কৃতিচর্চা নিয়ে, শিক্ষা নিয়ে কিভাবে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি, কিভাবে একেক জন শিশুকে একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি সে বিষয়ে ভাবতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত
পরবর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদানের চেক প্রদান