চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

| সোমবার , ২৮ ডিসেম্বর, ২০২০ at ৯:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল রোববার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহেরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল আযম চৌধুরী টিপুর সঞ্চালনায় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সংস্থার শিল্পীদের কোরাস গান পরিবেশিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। বিশেষ অতিথি ছিলেন চসিক সাবেক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য, চন্দনাইশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড. কামেলা খানম রুপা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সুজিত রায়, নজরুল শিল্পী সংস্থার সভাপতি জয়ন্তী লালা, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক মোস্তফা কামাল, কায়সারুল আলম, সাইফুদ্দিন মাহমুদ খান, এনামুল হক ভূঁইয়া, উৎপল বড়ুয়া দিপু, সাংবাদিক নজরুল ইসলাম, সুমন দেবনাথ, কাজী রবিউল হোসেন, আবুল বশর প্রমুখ। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেক কাটা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে
পরবর্তী নিবন্ধপূর্ব নলুয়ায় লোকনাথ সেবা সংঘের সভা