চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ১৩ বছর পূর্তি উদযাপন

| মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ১৩ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান হলে সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. কামরুল আযম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর অ্যাডভোকেট নাজমুল হক ডিউক, চন্দনাইশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কামেলা খানম রুপা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সুজিত রায়, কায়সারুল আলম, রায়হান ইউসুফ, সাইফুদ্দিন মাহমুদ খান, সাংবাদিক রূপম চক্রবর্ত্তী, সাংবাদিক মনজুর কাদের মনজু, সাংবাদিক মহসিন চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আনিসুর রহমান লিপন, জয়ন্তী লালা, এনামুল হক ভূঁইয়া, সনজিত আচার্য, সুমন দেবনাথ, কাজী রবিউল হোসেন, আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অজয় চক্রবর্ত্তী, সৈয়দ মোছলেহ্‌ উদ্দিন মানিক, অ্যাডভোকেট মো. কায়সার উদ্দিন, আফরোজা বেলি, কার্ত্তিক মজুমদার পলাশ, জুয়েল পাল, মোস্তাফিজুর রহমান, প্রেমসুন্দর বৈষ্ণব, সামিনা সাফা চৌধুরী, নাজমা সুইটি, রুপা রোজারিন, আল তুষি, মাহবুবুর রহমান সাগর, হোসাইন শরিফ, প্রেমলাল দত্ত, শ্রাবন্তী শুক্লা, পাপড়ী রুদ্র, জুলি, হিমেল মন্ডল, সানজিদা হিরা, জিয়াউদ্দিন বাদশা। পরে অতিথিদের নিয়ে ১৩ বছর পূর্তির কেক কাটা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধ২৫ হাজার গ্রাহকের ডিমান্ড নোটের টাকা ফেরতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি