চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবসে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভা

| শুক্রবার , ২০ নভেম্বর, ২০২০ at ১১:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৫৪ বছর পূর্ণ করে ৫৫-তে পা রেখেছে। দেশের একমাত্র শাটল ট্রেনের প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব ও টেকসই শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মহলের মনোযোগ আকর্ষণ করা প্রয়োজন। যান্ত্রিক কোলাহলমুক্ত পাহাড় ঘেরা প্রাকৃতিক সমারোহ দৃষ্টিনন্দন এ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক গবেষকদের গবেষণার স্থান হতে পারে। ছড়িয়ে ছিটিয়ে থাকা চবিয়ানগণ এই কাজটি করতে পারে।
এ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এলামনাইয়ের উদ্যোগে গত ১৮ নভেম্বর নগরীর রহমতগঞ্জ মোড়স্থ সংগঠন কার্যালয়ে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে উদযাপন করা হয়। চাকসু সাবেক জি এস ও সংগঠনের সভাপতি গোলাম জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবির প্রথম ব্যাচের ছাত্র অলক দাশগুপ্ত। সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী, শ ম নজরুল ইসলাম, সাবেক লায়ন গভর্নর সিরাজুল হক আনছারী, প্রফেসর ড. মোহাম্মদ আলী, অধ্যাপক স্বরূপানন্দ রায়, এড. সেকান্দর চৌধুরী, সাংবাদিক সালাহউদ্দিন রেজা, তমিজউদ্দিন খান সিদ্দিকী, মো. নাছির হায়দার করিম, আলী আকবর চৌধুরী, আলহাজ্ব শফিকুল আলম, ফরিদুল আলম, সালামত আলী, মো. মোস্তফা রাশেদ, মো. শাহ-ই-আলম, মো. মুজতবা কামাল, মঈন আহমেদ, ওচমান জাহাঙ্গীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকেডিএস এক্সোসরিজ লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধপ্রতিবছর চার লাখ রোগীকে সেবা দিচ্ছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল