চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টরের পদত্যাগ

আজাদী অনলাইন | মঙ্গলবার , ৭ মার্চ, ২০২৩ at ৬:২৯ অপরাহ্ণ

ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী প্রক্টরের পদ থেকে অব্যাহতি চেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মরিয়ম ইসলাম (লিজা)। মঙ্গলবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম নারী সহকারী প্রক্টর ছিলেন অধ্যাপক মরিয়ম ইসলাম। পদত্যাগের বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র দিয়েছি। পদত্যাগ করা নিশ্চয়ই এক ধরনের প্রতিবাদ।’

তবে এ প্রতিবাদ কাদের বিরুদ্ধে বা কিসের জন্য তা নিয়ে কিছু বলতে রাজি হননি তিনি।

পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ বলেন, আমরা পদত্যাগপত্র পেয়েছি। এটি এখন প্রক্রিয়াধীন আছে। রেজিস্ট্রার অফিস থেকে উপাচার্যের কাছে যাবে। তিনি সিদ্ধান্ত নেবেন অব্যাহতির আবেদন গ্রহণ করা হবে কি-না।

মরিয়ম ইসলাম (লিজা) ২০১৯ সালের ৮ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।

পূর্ববর্তী নিবন্ধমানবিক পাস করেই বিমানের পাইলট, সার্টিফিকেটও জাল!
পরবর্তী নিবন্ধচবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় বসার সুযোগ, আবেদন ফি বাড়ছে ১০০ টাকা