চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫ম নাট্যোৎসব আজ

| বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর, ২০২১ at ১১:১১ পূর্বাহ্ণ

বিজয়ের সুবর্ণজয়ন্তীর এই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ আয়োজন করেছে ৫ম নাট্যোৎসব। আজ ২৩ ডিসেম্বর দুপুর ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠেয় নাট্যোৎসবের ১ম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। উদ্বোধনী পর্বে শান্তনু বিশ্বাস স্মৃতি বৃত্তি প্রদান করবেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি থাকবেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে এবং চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী। নাট্যোৎসবে অতিথি থাকবেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ। আলোচক থাকবেন কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন ও নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। স্বাগত বক্তব্য রাখবেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখবেন চবি নাট্যকলা বিভাগের সভাপতি শাকিলা তাসমিন। বিকেল ৪টায় চবি নাট্যকলা বিভাগের পরিবেশনায় অনুষ্ঠিত হবে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং উইম্যান চেম্বারের সঙ্গে ডিডিআরসির মতবিনিময়
পরবর্তী নিবন্ধনান্দনিক সৃষ্টিতে নান্দীমুখ