চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির সুযোগ দাবিতে মানববন্ধন

| মঙ্গলবার , ১৭ মে, ২০২২ at ৫:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে করোনায় ক্ষতিগ্রস্ত এইচএসসি-২০ ব্যাচ শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি সুযোগের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করে। সেখানে অবস্থান নিয়ে সকল শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি সুযোগের দাবিতে স্লোগান দেন। শিক্ষার্থীরা বলেন, করোনাকালীন সময়ে অটোপাশের কারণে আমরা ২০ ব্যাচ সাধারণ শিক্ষার্থীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছি। যার প্রভাব আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও লক্ষণীয় ছিলো। অটোপাশে ব্যাপক পরিমাণে পাশের কারণে আগের তুলনায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রতিযোগিতা দিগুণ বেড়ে যায়। তাছাড়া দীর্ঘদিন করোনায় আক্রান্ত এবং পরিবারের সদস্যদের মহামারিতে মৃত্যুর কারণে অনেক মেধাবী শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় নিজেদের কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতেও ব্যর্থ হয়। এরই মধ্যে করোনাকালীন সময়ে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় অধিকাংশ মেধাবী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার প্রস্তুতির বদলে পরিবারের অর্থনৈতিক হাল ধরতে তাদের সাজানো গোছানো পড়ার টেবিল ছেড়ে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং কলকারখানায় কাজ করতে বাধ্যও হয়েছিলো। করোনা মহামারীর কারণে অধিক সময় শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা মানসিকভাবে প্রচন্ড পরিমাণে ভেঙ্গে পড়ে। ফলে অধিকাংশ শিক্ষার্থী পড়াশোনা থেকে বেরিয়ে নানারকম অপরাধমূলক কাজেও ধাবিত হয়। এমতাবস্থায় সেই করোনাকালীন ক্ষতিগ্রস্ত ২০ ব্যাচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আর একটিবার সুযোগ দাবি করছে। এতে বক্তব্য রাখেন সংগ্রাম, রিমকাতুল রাশেদ অথৈ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালদায় অভিযান সাড়ে ছয় হাজার মিটার অবৈধ জাল জব্দ
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটিতে সেমিনার