চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সপ্তাহ সম্পন্ন

| সোমবার , ২৭ ডিসেম্বর, ২০২১ at ৮:৫৭ পূর্বাহ্ণ

জাতির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা মহিলাদের খেলাধুলার ব্যাপারে অত্যন্ত আন্তরিক। এ জন্য তিনি খেলাধুলাকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে চলেছেন। ২ দিন ব্যাপী মুজিববর্ষ চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সপ্তাহ উদ্বোধন কালে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি একথা বলেন। গত ২৪ ও ২৫ ডিসেম্বর সাগরিকা মহিলা কমপ্লেক্স জিমনেশিয়ামে এই ক্রীড়া সপ্তাহ অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিসেস শর্মিষ্ঠা রায়, রোকসানা আলম, বোরহানা কবির। এবারের ক্রীড়া সপ্তাহে ৯টি জেলার ১২৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ২দিন ব্যাপী ইভেন্টে ভলিবল, এ্যাথলেটিক্স, হ্যান্ডবল ও ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়। ২৫ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খালেদা আউয়াল, জাতীয় ক্রীড়া পরিষদ চট্টগ্রামের উপ-পরিচালক আসলাম হোসেন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শর্মিষ্ঠা রায়।

পূর্ববর্তী নিবন্ধসৌম্যর সেঞ্চুরিতে ভাল অবস্থায় সেন্ট্রাল জোন
পরবর্তী নিবন্ধবিপিএলের প্লেয়ার্স ড্রাফট আজ