চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের কোয়ার্টার ফাইনাল খেলা সম্পন্ন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২২ অক্টোবর, ২০২২ at ১২:৩৩ অপরাহ্ণ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের কোয়ার্টার ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে গতকাল। ছেলেদের বিভাগে ৪টি এবং মেয়েদের বিভাগে ৪ টি কোয়ার্টার ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ গুলোতে যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কুমিল্লা জেলার মুন্সীরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। বিজয়ী দলের পক্ষে রোমানা এবং সাদিয়া আক্তার একটি করে গোল করে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কক্সবাজার জেলার নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে বান্দরবান জেলার পাগলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে পায়েল মনি ৩টি, ছামিয়া আক্তার ১টি, ফাইরুজ জাহান লিপি ১টি করে গোল করে। তৃতীয় কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম জেলার খুদুকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে রাঙ্গামাটি জেলার হাজাছড়ি মার্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে, রিফা মনি ৩টি এবং সাগরিকা ২টি গোল করে।

মেয়েদের বিভাগে শেষ কোয়ার্টার ফাইনালে খাগড়াছড়ি জেলার নুনছড়ি থলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ফেনী জেলার বক্স মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে হ্যাপি ত্রিপুরা একমাত্র গোলটি করে। অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে কুমিল্লা জেলার ঝলম সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে ব্রাহ্মণবাড়িয়া জেলার চাপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। বিজয়ী দলের পক্ষে আরমানুর রহমান ১টি, মো. সামির ১টি, আবু ছালেহ ২টি, দ্বীন ইসলাম মিরাজ ১টি গোল করে। দ্বিতীয় ম্যাচে কক্সবাজার জেলার মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে বান্দরবান জেলার বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

বিজয়ী দলের পক্ষে আবিদ শাহরিয়া ২টি, ইনান আহনাফ ১টি গোল করে। তৃতীয় ম্যাচে চট্টগ্রাম জেলার রাঙ্গাপানি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে রাঙ্গামাটি জেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সমীর ত্রিপুরা ২টি, রিকাশ ত্রিপুরা ১টি গোল করে। শেষ কোয়ার্টার ফাইনালে ফেনী জেলার উত্তর পশ্চিম চর চান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে খাগড়াছড়ি জেলার বড়থলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মোহাম্মদ ইয়াসিন একমাত্র গোলটি করে। আজ অনুষ্ঠিত হবে দুই বিভাগের চারটি সেমিফাইনাল।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা সৈয়দ হোসেন হত্যা : গ্রেপ্তার চার আসামি
পরবর্তী নিবন্ধমহানবীর জীবনাদর্শ অনুসরণের আহ্বান