চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৪ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী গতকাল বৃহস্পতিবার ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সম্পন্ন হয়। প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পন্সর চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রাম আমার প্রিয় শহর। চট্টগ্রামের সাংবাদিক সমাজ নানা ক্ষেত্রে যেভাবে অবদান রেখে চলেছেন তা প্রশংসনীয়। আমরা সাংবাদিকদের সাথে থেকে তাদের অনুপ্রেরণা দেয়ার চেষ্টা করে যাচ্ছি।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের ব্যবসায়ী সমাজ একত্রিত হয়ে কাজ করলে দেশের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন হবার সাথে সাথে দেশের উন্নয়ন ও অগ্রগতি আরো ত্বরাণ্বিত হবে। তিনি এবারো প্রেস ক্লাবের সদস্য কল্যাণ তহবিলের জন্য ২০ লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন। সেইসাথে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকদের কলাণমূলক কর্মকা-ের সাথে ভবিষ্যতেও সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করেন। তরফদার রুহুল আমিন বলেন, ২০০২ সালের দিকে সাইফ পাওয়ার টেক লিমিটেড চট্টগ্রামে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ধাপে ধাপে বন্দরের পাশাপাশি দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রতিনিয়ত কাজ করে চলেছে। ব্যবসার পাশাপাশি দেশীয় ্‌ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে সাইফ পাওয়ারটেক লিমেটেডের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সারাদেশের প্রায় ৫৪ জেলার এই কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। সভাপতির বক্তব্যে আলহাজ্ব আলী আব্বাস বলেন, সাইফ পাওয়ারটেক লিমিটেডের তত্ত্বাবধানে দেশব্যাপী ক্রীড়াক্ষেত্রে জাগরণ সৃষ্টি হয়েছে। সাইফ পাওয়ারটেক শুধু ব্যবসা করে না, তারা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম- সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারণ ফরিদ উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা ও ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু। এর আগে প্রধান অতিথিকে প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, মনজুর কাদের মনজু, সাইফ পাওয়ারটেক লিমিটেডের ম্যানেজার (এইচআর) ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ডেপুটি ম্যানেজার সাইফুল আলমসহ বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু ভলিবলে বাংলাদেশের জয়
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪৮.৯৬ কোটি টাকা