চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল

জসিম-রুহুল-বোরহান পূর্ণ প্যানেলে বিজয়ী

| রবিবার , ৪ জুন, ২০২৩ at ৬:৩০ পূর্বাহ্ণ

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের ত্রিবার্ষিক কাউন্সিল গত শুক্রবার এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রোভার স্কাউটসের সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আবদুল মালেক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহসভাপতি প্রফেসর সন্তোষ কুমার চৌধুরী, রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ প্রফেসর একেএম সেলিম চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মো. ফরিদুল আলম হোসাইনি। কাউন্সিল সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজ অধ্যক্ষ প্রফেসর মুজাহিদুল ইসলাম, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুদিপা দত্ত, পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোজাম্মেল হক, নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. রফিক উদ্দীন, আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত, গহিরা কলেজের অধ্যক্ষ ড. এ টি এম শাহ আলম প্রমুখ।

বিগত বছরের আয় ব্যয়ের হিসাব, অডিট রিপোর্ট উপস্থাপন এবং বাস্তবায়িত প্রোগ্রাম অনুমোদন শেষে সভাপতির সমাপনী বক্তব্য দিয়ে কাউন্সিল শেষ করা হয়। ২য় পর্বে গোপন ব্যালটের মাধ্যমে উপস্থিত কাউন্সিলররা ৩ বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করেন। এই নির্বাচনে সহসভাপতি, কমিশনার, কোষাধ্যক্ষ ও সম্পাদকসহ ১৩টি পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সহসভাপতি পদে অধ্যক্ষ ড. এ টি এম শাহ আলম, অধ্যক্ষ মো. রফিক উদ্দীন, অধ্যক্ষ এ কে এম ফজলুল হক, অধ্যক্ষ আবদুল কাদের, অধ্যক্ষ সমির কান্তি দাস, কমিশনার পদে অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ পদে মো. রুহুল আমিন খাঁন, সম্পাদক পদে অধ্যাপক এ জেড এম বোরহান উদ্দীন, যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ এনাম, গ্রুপ সভাপতি পদে অধ্যক্ষ মো. আবু তৈয়ব, অধ্যক্ষ এ কে এম সুজা উদ্দীন, রোভার স্কাউট লিডার প্রতিনিধি পদে ফজিলাতুন্নেছা ডলি ও মো. এমরানুল ইসলাম নির্বাচিত হন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা সৈয়দ আহমদ শাহ ছিরিকোটি (রহ.) স্মরণে আলোচনা ও মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধঅনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে পতেঙ্গা হোসেন আহমদ পাড়া বাসিন্দাদের সংবাদ সম্মেলন