চট্টগ্রাম চক্ষু হাসপাতালে বিশ্ব দৃষ্টি দিবসের র‌্যালি

| শুক্রবার , ১৪ অক্টোবর, ২০২২ at ৯:৩৩ পূর্বাহ্ণ

‘লাভ ইউর আই’ (আপনার চোখকে ভালোবাসুন)এ স্লোগানে ‘বিশ্ব দৃষ্টি দিবস’ উদ্‌যাপন করেছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র। এ উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার, র‌্যালিসহ হাসপাতালে আগত রোগীদের মাঝে সেবা প্রদান করা হয়। অন্ধত্ব প্রতিরোধ এবং চোখের সমস্যা সম্পর্কে সাধারণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে ২০০০ সাল থেকে প্রতিবছর অক্টোবরের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের ক্লাস রুমে এক বৈজ্ঞানিক সেমিনার ও র‌্যালি হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. কামরুল ইসলাম, অধ্যাপক ডা. খুরশীদ আলম, অধ্যাপক ডা. মোহাম্মদ মুনিরুজ্জামান ওসমানী, এসোসিয়েট প্রফেসর ডা. জেসমিন আহমেদ,হাসপাতালের পরিচালক (প্রশাসন) মো. ছাকী হোসেন, ডা. মেরাজুল ইসলাম, ডা. ফারজানা আক্তার চৌধুরী, ডা. সাহেলা বেগম, ডা. তনিমা রায়, ডা. সাহেলা শারমিন, ডেপুটি ম্যানেজার (এডমিন) মো. রোকনুন চৌধুরী প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন,আমাদের চোখ আমাদের সংবেদনশীল অঙ্গগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এটি আমাদের সমগ্র বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কারণ চোখের সামান্য সমস্যাও শুধু দৃষ্টিশক্তিকে দুর্বল করে না, অনেক সময় অন্ধত্বেরও কারণ হতে পারে। আমাদের খাদ্য, শারীরিক পরিচ্ছন্নতা এবং ব্যায়ামও আমাদের দৃষ্টিশক্তি শক্তিশালী এবং চোখ সুস্থ রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই চোখে কোনও ধরনের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার করা উচিত নয়। শুধু তাই নয়, অনেক সময় দুর্ঘটনা অন্ধত্ব বা চোখের আঘাতের জন্যও দায়ী।এমতাবস্থায় যে কোনো কাজ করার সময় যাতে চোখে আঘাতের সম্ভাবনা থাকে, তাই প্রতিরক্ষামূলক চশমা পরতে হবে। এছাড়া সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চোখকে রক্ষা করতে সবসময় ভালোমানের চশমা পরা প্রয়োজন। এছাড়া র‌্যালিতে চোখের ক্রটি, জটিলতা, পুষ্টিহীনতা, অজ্ঞতার কারণে মানুষ দৃষ্টিহীন হওয়ার কথা উল্লেখ করে সাধারণ জনগণকে সচেতন ও অজ্ঞতা দূরীকরণে কার্যকর পদক্ষেপ প্রহণের জন্য আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
পরবর্তী নিবন্ধস্মারকগ্রন্থের পাঠ উন্মোচন ও স্মরণসভা