চট্টগ্রাম চক্ষু হাসপাতালে সেবা পেয়েছে ৫০ লাখেরও বেশি মানুষ

বেড অনুদানের চেক গ্রহণকালে অধ্যাপক ডা. রবিউল হোসেন

| শনিবার , ২ এপ্রিল, ২০২২ at ৬:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি) ট্রাস্টে রোগীর বেড বাবদ অনুদান দিয়েছেন হোসনে আরা বেগম। হাসপাতালের কনফারেন্স হলে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে সিইআইটিসির অবসরপ্রাপ্ত নাসিং অফিসার হোসনে আরা বেগম ১ লক্ষ টাকা অনুদানের চেক হস্তান্তর করেন। হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি ও ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেনের হাতে গতকাল শুক্রবার সকালে এই চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, ডেপুটি ম্যানেজার (এডমিন) মো. রুকনুন চৌধুরীসহ হাসপাতালের কর্মকর্তাবৃন্দ। চেক গ্রহণকালে চক্ষু হাসপাতালটি এ অবস্থানে আসার পেছনে সকলের সহযোগিতা রয়েছে উল্লেখ করে ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, অতি ক্ষুদ্র পরিসরে গ্রামমুখী চক্ষু চিকিৎসা শিবিরের মাধ্যমে চক্ষুু হাসপাতালের যাত্রা শুরু হলেও পরবর্তীতে সারা দেশে ধীরে ধীরে প্রসার লাভ করে। যার ফলে প্রতিষ্ঠার পর থেকে ৫০ লাখেরও বেশি মানুষের চোখের চিকিৎসা সফলভাবে সম্পন্ন করে ব্যতিক্রমধর্মী সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে চক্ষু হাসপাতাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধশিক্ষা প্রতিষ্ঠানের সব সমস্যা সমাধান করা হবে