চট্টগ্রাম চক্ষু হাসপাতালে চিত্রাংকন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ

| রবিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ইমরান সেমিনার হলে বাংলাদেশ ৮৮ চট্টগ্রাম জেলা প্যানেলের আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন। তিনি ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, আমাদের ভাষা ও সংস্কৃতি বাঙালি জাতিসত্তার অহংকার। ভাষা আন্দোলনের পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিলো। এছাড়া চক্ষু শিবিরে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে মহেশখালী যাওয়ার প্রাক্কালে বোট ডুবে সাগরে সলিল সমাধি হওয়া ডা. ইমরানের কথাও তিনি স্মরণ করেন। ডা. রবিউল হোসেন চিত্রাংকন প্রতিযোগিতায় একুশের ইতিহাসকে তুলে ধরায় শিশু শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। ৮৮ জেলা প্যানেলের সমন্বয়কারী মঞ্জুরুল করিম বিপ্লবের সভাপতিত্বে বক্তারা ভাষা আন্দোলনে বীর শহীদদের শ্রদ্ধা জানান। তারা বলেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিটি চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের মাঝে সেবার মনোভাব রয়েছে। যার ফলে প্রতিদিন শত শত রোগী এ হাসপাতালের সেবা পাচ্ছে। এতে আবৃত্তি করেন মেহেরুন নেচ্ছা মাহিয়া। রেজাউল করিম ভূট্টোর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মহিউদ্দিন মাঈনুল। বক্তব্য রাখেন ডা. এ কে এম আরিফ উদ্দিন আহমেদ, ডা. রাজীব হোসেন, ডা. আহাদ, রিতু পারফী, নাহিদ নাজনীন, সুলতান মাহমুদ, লিয়াকত আলী লাকী, এন এম তালুকদার, হাসিনা মমতাজ জোনাকী, মোস্তফা, কামাল প্রমুখ। প্রধান অতিথি চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। শেষে হাসপাতালের বিভিন্নস্থানে বৃক্ষরোপণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসির একাডেমিক কাউন্সিলের ১ম সভা
পরবর্তী নিবন্ধমীরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের কার্যনির্বাহী পরিষদের সভা