চট্টগ্রাম গণহত্যা দিবসে বোধনের স্মরণানুষ্ঠান

| বুধবার , ২৬ জানুয়ারি, ২০২২ at ৮:০৮ পূর্বাহ্ণ

 

ঐতিহাসিক চট্টগ্রাম গণহত্যা দিবস স্মরণে বোধন আবৃত্তি পরিষদ গত সোমবার কোর্ট বিল্ডিং শহীদ মিনার প্রাঙ্গণে স্মরণানুষ্ঠানের আয়োজন করে। শুরুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায় বোধন। মাইনুল আজম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, প্রণব চৌধুরী। আবদুল হালিম দোভাষের সভাপতিত্বে বক্তব্য দেন, অ্যাড. দীপক চৌধুরী, আব্দুল্লাহ ফারুক রবি, অ্যাড. নারায়ণ প্রসাদ বিশ্বাস, মাজহারুল হক, মোজাম্মেল হক চৌধুরী। আবৃত্তি পরিবেশন করেন তারমিন পুষ্পা, যশ্বসী বণিক, তুর্ণা দাম, প্রজ্ঞা পারমিতা সেনগুপ্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীর পাল, শিমুল নন্দী, জাভেদ হোসেন, তৈয়বা জহির আরশি, সন্দীপন সেন একা, সত্যজিৎ চক্রবর্তী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া পৌরসভা আ.লীগের কর্মীসভা
পরবর্তী নিবন্ধপাপাচারমুক্ত জীবন গঠনে মনোযোগী হতে হবে