চট্টগ্রাম কলেজ প্রাক্তন রোভার স্কাউট সংসদের পুনর্মিলনী ৫ মার্চ

আজাদী অনলাইন | সোমবার , ১ মার্চ, ২০২১ at ১২:১১ অপরাহ্ণ

চট্টগ্রাম কলেজ প্রাক্তন রোভার স্কাউট সংসদ (ওরসা) এর ৪র্থ দ্বিবার্ষিক কাউন্সিল ও ৭ম পুনর্মিলনী আগামী ৫ মার্চ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ২৬ ফেব্রুয়ারি বর্তমান কার্যকরী পরিষদের শেষ সভা সংগঠনের সভাপতি কাজি ইমাম হোছাইন আবিদের সভাপতিত্বে চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের গঠনতন্ত্রের সংশোধনী কার্যকরী কমিটি অনুমোদন দেয়।

এদিকে কাউন্সিলকে সামনে রেখে নির্বাচন কমিশন গঠিত হয়। মো. মোরশেদুল আলম প্রধান নির্বাচন কমিশন ও মো. নুরুল আমিনকে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়। আগ্রহী প্রার্থীরা ২ মার্চ সকাল থাকে ৩ মার্চ রাত ৮.০০ পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন।

সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রেজাউল করিম ও নুরুল মোস্তফা, যুগ্ম সম্পাদক তাহমিনা আক্তার, অর্থ সম্পাদক শাহরিয়ার আজাদ, প্রচার সম্পাদক কায়কোবাদ, সহ- অর্থ সম্পদক ইয়াসিন আহমেদ রাকিব, সবুজ, ইমন, সাব্বির প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধভ্যাকসিনেশনে ডায়াবেটিস রোগীদের সম্পৃক্ত হতে হবে
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় শয়নকক্ষে সাবেক ইউপি চেয়ারম্যানের রক্তাক্ত লাশ