চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেন করার প্রক্রিয়া চলছে

সওজ’র সেতু ও সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনে হুইপ

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ১১:০৭ পূর্বাহ্ণ

হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর সারাদেশে পদ্মাসেতু নির্মাণসহ যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করেছে। সে ধারাবাহিকতায় চট্টগ্রাম-কক্সবাজার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় ইন্দ্রপুলে ২টি সেতু নির্মাণসহ সড়ক প্রশস্তকরণ করে ৬ লেনে উন্নীত করার প্রক্রিয়া চলছে। এটি সম্পন্ন হলে দক্ষিণ চট্টগ্রামসহ কক্সবাজার পর্যন্ত যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। তিনি গতকাল বুধবার চট্টগ্রাম-কক্সবাজার ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় ইন্দ্রপুল সেতুসংলগ্ন সড়ক ও সওজের পূর্বের অধিগ্রহণকৃত জায়গা উদ্ধার কাজ পরিদর্শনকালে একথা বলেন।
পরিদর্শন পূর্বে সওজের প্রকল্প কর্মকর্তা ও অধিগ্রহণকৃত জায়গায় শিল্প-কারখানা স্থাপনার মালিকদের মতবিনিময় করা হয়। এসময় উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সওজের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহেদ হোসেন, দোহাজারী সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী সুমন কুমার সিংহ, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভুমি) ইনামুল হাসান, সওজের পটিয়া উপ বিভাগীয় প্রকৌশলী সাফায়েত জামিল, পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার ও ইন্দ্রপোল লবন মিল মালিক সমিতির নেতৃবৃন্দ। এতে আগামী ১ সপ্তাহের মধ্যে সওজ’র অধিগ্রহণকৃত জায়গায় স্থাপিত মিল-কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধজায়গা পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে কাভার্ড ভ্যান উল্টে পথচারী নিহত