চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অতি দ্রুত চার লেনের করা হোক

| বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ৫:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অত্যন্ত ব্যস্ততম একটি মহাসড়ক। চট্টগ্রাম থেকে পর্যটন নগরী কক্সবাজারে যাওয়ার অন্যতম পথ এটি। প্রতিদিন এ সড়ক দিয়ে হাজার হাজর মানুষ চলাচল করে। শত শত যাত্রীবাহী বাস, অন্যান্য যাত্রাবাহী যানবাহন এবং মালবাহী ট্রাক চলে এ সড়ক দিয়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে, ১৫০ কি.মি দৈর্ঘ্যের এ ব্যস্ততম মহাসড়ক সরু এবং দুই লেনের।
যার কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনা যেন এ মহাসড়কের নিত্যদিনের ঘটনা। এ সড়কের সরুতা ও বক্রতা যেন মৃত্যু ফাঁদ।প্রতিনিয়ত এত পরিমাণ দুর্ঘটনা ঘটছে যে, লোকে ইতোমধ্যে এ মহাসড়কে মৃত্যু ফাঁদ অ্যাখ্যা দিয়েছে। তাই সংশ্লিষ্টদের কাছে দক্ষিণ চট্টগ্রাম ও কঙবাজারের লাখো কোটি মানুষের প্রাণের দাবি অতি দ্রুত এ মহাসড়ক চার লেনে উন্নিত করে সড়ক দুর্ঘটনার মতো জনদুর্ভোগ থেকে পথচারী, পর্যটক ও যাত্রীদের নিস্তার দেওয়া হউক।

মোহাম্মদ মোরশেদ
শিক্ষার্থী, সমাজতত্ত্ব বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পূর্ববর্তী নিবন্ধশহীদ সাবের : এক অসমাপ্ত কবিতার নাম
পরবর্তী নিবন্ধসমাজের কোনো পেশাই অমর্যাদার নয়