চট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের সভা

| বৃহস্পতিবার , ১১ মার্চ, ২০২১ at ৭:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের সভা গত মঙ্গলবার একাডেমির ফয়েজ-নুর নাহার মিলনায়তনে একাডেমির মহাপরিচালক অরুণ শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতেই একাডেমির স্থায়ী পরিচালক নারীনেত্রী সৈয়দা রিফাত আক্তার নিশুর পিতা সৈয়দ ওমর ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সভায় পরিচালক আমিনুর রশীদ কাদেরীকে ২০২১-২০২২ সালের মেয়াদের জন্য দ্বিতীয়বারের মতো একাডেমির মহাপরিচালক মনোনীত করা হয়। তাছাড়া সাম্প্রতিক সদস্য প্রতিনিধি নির্বাচনে নবনির্বাচিত একাডেমির পরিচালকদের অভিষিক্ত করা হয়। সভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন একাডেমির নবনির্বাচিত মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী, সাবেক মহাপরিচালক ড. আনোয়ারা আলম, সাবেক মহাপরিচালক নেছার আহমদ, সাবেক মহাপরিচালক জিন্নাহ চৌধুরী, পরিচালক দীপক বড়ুয়া, পরিচালক প্রফেসর রীতা দত্ত, পরিচালক বিপুল বড়ুয়া, পরিচালক জাহাঙ্গীর মিঞা, পরিচালক এস এম আবদুল আজিজ, পরিচালক শারুদ নিজাম, পরিচালক মিলন বনিক, পরিচালক মৃণালিনী চক্রবর্তী, পরিচালক এস এম মোখলেসুর রহমান, পরিচালক কাঞ্চনা চক্রবর্তী, পরিচালক গোফরান উদ্দীন টিটু এবং প্রতিষ্ঠাতা রাশেদ রউফ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্রহীনতা ও মৌলবাদ নারীমুক্তির অন্তরায়
পরবর্তী নিবন্ধসিআরবির জোড়া খুন মামলার চার্জগঠন পিছিয়েছে