চট্টগ্রামে শিশুসাহিত্য উৎসব

আজিজ রাহমান | বুধবার , ১৯ জানুয়ারি, ২০২২ at ৬:৪৪ পূর্বাহ্ণ

আমরা অত্যন্ত আনন্দিত যে এবারও চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ‘শিশুসাহিত্য উৎসব’। ২১ জানুয়ারি চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ উৎসবে দেশের দুই শতাধিক শিশুসাহিত্যিক স্বাস্থ্যবিধি মেনে অংশ নিচ্ছেন। আমি আয়োজক প্রতিষ্ঠানের একজন হিসেবে গৌরবান্বিত। এখানে উৎসবের কর্মসূচি সবার জ্ঞাতার্থে তুলে ধরতে চাই। সকাল ৯.৩০টা : নিবন্ধিত লেখকদের মাঝে কুপন বিতরণ। সকাল ১০টা : উদ্বোধনী অনুষ্ঠান ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক রহীম শাহ ও আনজীর লিটন-এর সংবর্ধনা। এতে অতিথি থাকবেন বরেণ্য শিশুসাহিত্যিক আখতার হুসেন, কাইজার চৌধুরী, আসলাম সানী, সুজন বড়ুয়া ও আমীরুল ইসলাম; স্বাগত বক্তব্য : রাশেদ রউফ। সকাল ১১টা : স্বরচিত লেখা পাঠ : সভাপতি : বিপুল বড়ুয়া; অংশগ্রহণে: অনামিকা দত্ত, অপু চৌধুরী, অভি ওসমান, অমিত বড়ুয়া, অরুণ শীল, আখতারুল ইসলাম, আজিজ রাহমান, আজিজা রূপা, আনজানা ডালিয়া, আনন্দ মোহন রক্ষিত, আনোয়ারুল হক নূরী, আ ফ ম মোদাচ্ছের আলী, আবু মুসা চৌধুরী, আমানউদ্দীন আবদুল্লাহ, আলমগীর শিপন, আহমদ মহিউদ্দিন শিবলী, ইফতেখার মারুফ, ইলিয়াছ হোসেন, ইসমাইল জসীম, উৎপলকান্তি বড়ুয়া, এমরান চৌধুরী, এয়াকুব সৈয়দ, ওবায়দুল সমীর, কল্যাণ বড়ুয়া, কাজী মুহাম্মদ রোকনুজ্জামান, কাজী শামসুল আহসান খোকন, কাঞ্চনা চক্রবর্তী, কানিজ ফাতিমা, কাসেম আলী রানা, কুতুবউদ্দিন বখতেয়ার, কেশব জিপসী, কোহিনুর আকতার, খালেছা খানম, গোফরান উদ্দীন টিটু, গৌতম কানুনগো, গৌরী প্রভা দাশ, জসিম উদ্দিন খান, জায়তুন্নেছা জেবু, জাহানারা মুন্নী, জিন্নাহ চৌধুরী, জুবাইর জসীম, জেবারুত সাফিনা, টুম্পা ভট্টাচার্য, ডা. প্রণব কুমার চৌধুরী, তসলিম খাঁ, তানভির হাসান বিপ্লব, তারিফা হায়দার। দ্বিতীয় অধিবেশন : বিকেল ৩ টা স্বরচিত লেখা পাঠ, সভাপতি : দীপক বড়ুয়া। অংশগ্রহণে: দীপালী ভট্টাচার্য, দীপান্বিতা চৌধুরী, দুলাল বড়ুয়া, নজরুল জাহান, নাছিম আখতার রিনা, নাজিম উদ্দিন, নাটু বিকাশ বড়ুয়া, নাদিরা খানম, নান্টু বড়ুয়া, নাসিমা হক মুক্তা, নিশাত হাসিনা শিরিন, নুরুন্নাহার ডলি, নূর উদ্দীন, নূরনাহার নিপা, পিংকু দাশ, প্রদ্যোত কুমার বড়ুয়া, প্রিয়াংকা সরকার, ফারজানা রহমান শিমু, ফারহানা ইসলাম রুহী, ফেরদৌস আরা রীনু, বনশ্রী বড়ুয়া রুমি, বাসুদেব খাস্তগীর, বিচিত্রা সেন, বিজনকান্তি বণিক, বিপ্রতীপ অপু, বিবেকানন্দ বিশ্বাস, বিভা ইন্দু, বিশ্বজিত বড়ুয়া, বিশ্বজিৎ সেন, মনজুর আহমেদ, মর্জিনা আখতার, মর্জিনা হক চৌধুরী পপি, মল্লিকা বড়ুয়া, মালেক মাহমুদ, মিজানুর রহমান শামীম, মিনহাজুল ইসলাম মাসুম, মিলন বনিক, মুক্তা রানী দেবী, মেহেরুননেসা রশিদ, মোহিনী সংগীতা সিংহ, মৃণালিনী চক্রবর্তী, রফিক আহমদ খান, রহমান রনি। বিকেল সাড়ে ৪ টা : পারস্পরিক কথামালা : ‘আছি প্রাণে প্রাণে’ : অংশগ্রহণে : আখতার হুসেন, কাইজার চৌধুরী, আসলাম সানী, সুজন বড়ুয়া, আমীরুল ইসলাম, রহীম শাহ, আনজীর লিটন। সন্ধ্যা ৬টা: বিষয়ভিত্তিক আলোচনা : শিশুসাহিত্য আমার অহঙ্কার; সভাপতি : সজল দাশ, আলোচক : তপংকর চক্রবর্তী, ওমর কায়সার, আবু মুসা চৌধুরী, হাসনাত আমজাদ, এমরান চৌধুরী, উৎপলকান্তি বড়ুয়া, স ম শামসুল আলম, সৈয়দ খালেদুল আনোয়ার, আজিজ রাহমান, বিজনকান্তি বণিক, মালেক মাহমুদ, শিবুকান্তি দাশ। সন্ধ্যা ৭টা : লেখক-পাঠক মুক্তকথা : সভাপতি : সনজীব বড়ুয়া, যাঁরা মুখোমুখি হবেন : তপংকর চক্রবর্তী, আনন্দ মোহন রক্ষিত, সুজন বড়ুয়া, আমীরুল ইসলাম, রহীম শাহ, আনজীর লিটন, অরুণ শীল, আবুল কালাম বেলাল, অমিত বড়ুয়া। সন্ধ্যা ৮টা : স্বরচিত লেখা পাঠ, সভাপতি : জসীম মেহবুব, অংশগ্রহণে: রহীম শাহ, রায়হানা হাসিব, রাসু বড়ুয়া, রিফাত ফাতিমা তানসি, রুকুন-উদ-দৌলা সোহেল, রুনা তাসমিনা, রূপক কুমার রক্ষিত, রেহেনা আকতার, রেহেনা মাহমুদ, রোকেয়া হক, লিটন কুমার চৌধুরী, লিপি বড়ুয়া, শওকত আলী সুজন, শফিকুল আলম সবুজ, শরণংকর বড়ুয়া, শামীম হাসান, শামীম ফাতেমা মুন্নী, শারুদ নিজাম, শাহিদা আয়শা, শিউলী নাথ, শিপ্রা দাশ, শিবুকান্তি দাশ, শিরিন আফরোজ, শেখ মঈনুল হক চৌধুরী জোসেফ, সজল দাশ, সনজিত দে, সনজীব বড়ুয়া, সরওয়ার আরমান, সাইফুল্লাহ্‌ কায়সার, সাঈদুল আরেফীন, সাজিদ মোহন, সালাম সৌরভ, সুপ্রতিম বড়ুয়া, সুবর্ণা দাশ মুনমুন, সুমি দাশ, সুলতানা নুরজাহান রোজী, সেলিম তালুকদার আকাশ, সেলিম সোলায়মান, সৈয়দ খালেদুল আনোয়ার, সৈয়দা সেলিমা আকতার, সোমা মুৎসুদ্দী, সৌরভ শাখাওয়াত, হাসনাত আমজাদ, হৈমন্তী তালুকদার, হোসাইন মোস্তফা।

পূর্ববর্তী নিবন্ধগণপরিবহনের অভ্যন্তরে পরিবহন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করা হোক
পরবর্তী নিবন্ধপাছে লোকে কিছু বলে