চট্টগ্রামের উন্নয়নে মহিউদ্দিন চৌধুরী লড়াই সংগ্রাম করে গেছেন

স্মরণসভায় এস এম আবুল কালাম

| মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১১:১৭ পূর্বাহ্ণ

এবিএম মহিউদ্দীন চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এস এম আবুল কালাম বলেছেন, মহিউদ্দিন ছিলেন চট্টল প্রেমিক। তিনি চট্টগ্রামের উন্নয়নের জন্য লড়াই সংগ্রাম করেছেন উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন চট্টগ্রামের যে উন্নয়ন হচ্ছে এসবই ছিল মহিউদ্দীন চৌধুরী উন্নয়নের কর্মসূচির অধ্যায়। চট্টগ্রাম আজ অভিভাবক শূন্য, সৌহাদ্যপূর্ণ রাজনীতি নেই। যে যেভাবে পারছে নেতার আসনে বসে নিজেদের পকেটের উন্নয়ন করছে। মহিউদ্দিন চৌধুরী কিন্তু সেই চরিত্রের নেতা ছিলেন না, তিনি কর্মীদের নেতা ছিলেন এবং কর্মীদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। মূখ্য অলোচক শিক্ষাবিদ প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা বলেন, মহিউদ্দিন চৌধুরী শুধু নেতা ছিলেন না তিনি গরীব-দুঃখী-মেহনতী মানুষের বন্ধু ছিলেন। তাঁর হৃদয়ে মানবিক শব্দটি বরাবরই সমৃদ্ধ ছিল বলেই চট্টগ্রামের আমজনতা মহিউদ্দিন চৌধুরীর শূন্যতা অনুভব করছেন। বিশেষ অতিথি ছিলেন, অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, রেখা আলম চৌধুরী। সভাপতিত্ব করেন, ডা. সালেহ আহমেদ সুলেমান। মহিউদ্দীন চৌধুরী স্মরণসভা কমিটি ও বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির যৌথ আয়োজনে গত ১ জানুয়ারি সাংবাদিক আলী আহমেদ শাহিনের সঞ্চালনায় স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন, প্রণবরাজ বড়ুয়া, ছাবের আহমদ চৌধুরী, ফজল আহমদ, রমিজ উদ্দীন আহমেদ, মর্জিনা আক্তার লুচি, মো. ওসমান গণি, আলী নেওয়াজ, অধ্যাপক শিবপ্রসাদ, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, বাদশা মিয়া, সিরাজুল ইসলাম, দুলাল কান্তি বড়ুয়া, বিজয় ধর, ইউনুস সওদাগর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মহিলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা
পরবর্তী নিবন্ধহালিশহরে ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু