চট্টগ্রামের আঞ্চলিক গান নিয়ে চাটগাঁ গানের আসর

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগ

| বুধবার , ২ নভেম্বর, ২০২২ at ৭:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে গতকাল চট্টগ্রামের আঞ্চলিক গান নিয়ে প্রথমবারের মত চাঁটগা গানের আসর দিনব্যাপী আইনজীবী অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম জেলা জজ মো. খাইরুল আমীন, সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এ.এইচ.এম. জিয়াউদ্দিন। সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক লায়লা নুরের সঞ্চালনা ও পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিক উল্লাহ্‌, মোহাম্মদ আজিজ উদ্দীন হায়দার, মোহাম্মদ এরশাদুর রহমান রিটু, এম. সালাহ্‌উদ্দিন মনসুর চৌধুরী রিমু, মো. জাহিদুল ইসলাম চৌধুরী, লায়লা নুর, মো. মেজবাহ উদ্দিন দোয়েল, মো. তৌহিদুল বারী চৌধুরী প্রমুখ। চাঁটগা গানের আসরে আয়োজিত অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী শ্যাম সুন্দর বৈষ্ণবের ছেলে প্রেম সুন্দর বৈষ্ণব এবং আইনজীবী শিল্পী ও তাদের পরিবারবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটিতে মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের কারিগরি শিক্ষার মাধ্যমে মানব সম্পদে পরিণত করতে হবে