গশ্চি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| রবিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

রাউজানের গশ্চি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী গত ১৫ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রামের সভাপতি ইঞ্জিনিয়ার প্রবীর কুমার সেন।
পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার প্রফেসর ড. নারায়ন বৈদ্য। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, চট্টগ্রামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, নাসির উদ্দীন কামাল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি খোরশেদ আলম, চট্টগ্রাম তাপবিদ্যুৎ ও কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জসীম উদ্দীন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার পাশা, চুয়েটের সহযোগী অধ্যাপক ড. প্রসেনজিৎ দাশ, চট্টগ্রাম ওয়াসার প্রকৌশলী সৈয়দুল হক, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. এনামুল হক, সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর নবী।
সাধারণ সম্পাদক আলমগীর হায়দারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, সৈয়দ মোজাফ্‌ফর হোসেন, সাংবাদিক আলমগীর সবুজ, মোহাম্মদ হানিফ, মাখন লাল দাশ, সৈয়দ মোহাম্মদ হোসেন, ফখরুল ইসলাম, মো. আকতার হোসেন, প্রকৌশলী আনু মিঞা, প্রকৌশলী অশোক কুমার চৌধুরী, জানে আলম চৌধুরী, ইউনুস তালুকদার, ব্যাংকার প্রিয়ব্রত বিশ্বাস, মো. আলমগীর, উদয় দত্ত অর্ক, এম এন রাশেদ, কৃষ্ণ গোপাল চৌধুরী, মুবিনুল হক, সুকুমার চৌধুরী, সনজীব বরণ চৌধুরী, সজল দে, আবদুল কাদের, জমির উদ্দীন দুলাল, শাহজাহান সিরাজ, সফিউল আলম, জালাল উদ্দীন চৌধুরী, আদনানুল করিম, অদিতি চৌধুরী, বদিউল আলম, সুমিত্রা দাশ গুপ্তা, লাকী চৌধুরী, নুর আহমদ, আবুল কালাম, সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ, আনসার আলী প্রমুখ। শুরুতেই ছাত্র-ছাত্রী পরিষদের প্রধান উপদেষ্টা প্রাবন্ধিক-সাংবাদিক সিদ্দিক আহমেদসহ প্রয়াত সকলের মাগফেরাত কামনা এবং সকলের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে স্কুলের ২০১৩ ব্যাচের অসুস্থ শিক্ষার্থী মো. রোকনের জন্য স্কুল এবং ছাত্র-ছাত্রী পরিষদের মানবিক ফান্ড থেকে বিশ হাজার টাকা অনুদান দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক অভিনেতা রনির শ্বাসনালী পুড়েছে
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব চিটাগং রেনেসাঁর খাদ্যসামগ্রী বিতরণ