গরমে হাঁসফাঁস

বৃষ্টি বলয়ের বিদায়

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ এপ্রিল, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

চলতি মৌসুমের প্রথম বৃষ্টিবলয় ‘আশা’ বিদায় নিয়েছে। গত ১৭ এপ্রিল ভোরে চট্টগ্রামে সামান্য বৃষ্টি হলেও তা আবহাওয়ায় তেমন প্রভাব ফেলতে পারেনি। এরমধ্যে গত দুদিন ধরে গরমের তীব্রতা বেড়েছে নগরজুড়ে। লকডাউনের কারণে স্বাভাবিক সময়ের মতো লোকজনের উপস্থিতি কম থাকায় তার তীব্রতা অনুভব করা যায়নি। সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রা (৩৬ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড হয়েছে ফেনী ও পার্বত্য জেলা রাঙামাটিতে।
আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চলমি মৌসুমের প্রথম বৃষ্টিবলয়ের মধ্যে চট্টগ্রামে কাঙ্ক্ষিত বৃষ্টি হয়নি। বৃষ্টিবলয়টি শেষ হয়েছে। নতুন বৃষ্টিবলয় সৃষ্টি হতে আরো কয়েকদিন লাগতে পারে। বৃষ্টিপাত না হলে গরমের তীব্রতা আরো বাড়তে পারে।
চট্টগ্রাম আবহাওয়া অফিস বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার স্থানীয় পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিণ দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৬ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এতে চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেন বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, চলতি বছরের প্রথম বৃষ্টিবলয় ‘আশা’ বিদায় নিয়েছে। এতে দেশজুয়ে গরমের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। আপাতত আগামী কয়েকদিন দেশের সার্বিক বৃষ্টিপাত কম থাকতে পারে। এসময় শুধুমাত্র স্থানীয়ভাবে অল্প কিছু স্থানে আকস্মিক ঝড়বৃষ্টি হতে পারে। চলতি মাসের শেষ দিকে দেশে আবারো নতুন একটি বৃষ্টিবলয় আসতে পারে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে সন্দ্বীপের আকায়েদের যাবজ্জীবন, সাথে ৩০ বছর সাজা
পরবর্তী নিবন্ধটেকনাফে রোহিঙ্গা ডাকাতের গুলিতে স্থানীয় যুবক নিহত