গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন সংগ্রামের বিকল্প নেই

বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি নেতৃবৃন্দ

আজাদী প্রতিবেদন | রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৪:৩৩ পূর্বাহ্ণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনগুলো। কর্মসূচির মধ্যে ছিল ২ নং গেটস্থ বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি ও আলোচনা সভা। সমাবেশে বক্তারা বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের বিকল্প নেই।
নগর বিএনপি : চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কর্মীরা গতকাল বিকেলে র‌্যালি নিয়ে বিপ্লব উদ্যানে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. শাহাদাত হোসেন। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
মাহবুবের রহমান শামীম বলেন, সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। নস্যাৎ হয়ে যায় স্বাধীনতা-সার্বভৌমত্ব ও দেশবিরোধী সকল ষড়যন্ত্র। ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে বিপ্লবী সিপাহীরা।
ডা. শাহাদাত হোসেন বলেন বর্তমানে আবারো বিদেশি শক্তির ক্রীড়নক সরকার রাষ্ট্রক্ষমতাকে জোর করে আঁকড়ে ধরেছে। সরকারের নতজানু নীতির কারণেই দেশের সার্বভৌমত্ব দিনের পর দিন দুর্বল হয়ে পড়েছে। তাই জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে।
আবুল হাশেম বক্কর বলেন, বর্তমান গণতন্ত্রের লেবাসে দেশে আধিপত্যবাদী শক্তির তাবেদারেরা ক্ষমতায় অধিষ্ঠিত। সরকার ক্ষমতাকে কুক্ষিগত করতে বিরোধী দলের ওপর চালাচ্ছে দমন নিপীড়ন। লাখ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলায় জেলে ঢুকিয়ে সরকার সারাদেশকে কারাগারে পরিণত করেছে।
আবু সুফিয়ান বলেন, জিয়াউর রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণে আজ দেশ উন্নয়নমুখী রাষ্ট্রে পরিণত হয়েছে। তার নেওয়া বহুমুখী পরিকল্পনার অংশ হিসাবে দেশ আজও এগিয়ে যাচ্ছে। নগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. মিয়া ভোলা, সামশুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, হারুন জামান, মাহবুবুল আলম, শফিকুর রহমান স্বপন, ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, জাহিদুল করিম কচি, এস এম সাইফুল আলম, শাহ আলম, আবদুল মান্নান, জাহাঙ্গীর আলম দুলাল, আবুল হাসেম, আনোয়ার হোসেন লিপু, গাজী সিরাজ উল্লাহ ও মো. ইদ্রিস আলী।
উত্তর জেলা বিএনপি : উত্তর জেলা বিএনপি’র দুই গ্রুপ পৃথক কর্মসূচি পালন করেছে। এরমধ্যে একটি অংশ বিপ্লব উদ্যানে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক এ্যাড. আবু তাহের ও জেলা যুবদলের সাবেক সভাপতি কাজী সালাহ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, চাকসু ভিপি নাজিম উদ্দিন, নুরুল আমিন, নুর মোহাম্মদ, সেকান্দর চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী, বদিউল আলম বদরু, কামাল পাশা, সালাউদ্দিন চেয়ারম্যান, জাকের হোসেন, মনির তালুকদার, রহমত উল্লাহ,এস এম ফারুক, মোস্তাফা আলম মাসুম, এড. রেজাউন সিদ্দিকী উজ্জ্বল প্রমুখ।
এদিকে আরেক গ্রুপ ২নং গেইট হতে র‌্যালি সহকারে বিপ্লব উদ্যানে বিপ্লবী বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে। পুষ্পস্তবক অর্পণ শেষে ইঞ্জিনিয়ার বেলায়েতের সভাপতিত্বে এবং ফিরোজ আহমেদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, শওকত আলী নুর, জাফর আহমদ চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, নিজামুল হক চৌধুরী তপন, মোশাররফ হোসেন আকবর, ইলিয়াছ চৌধুরী, এম. এ হালিম, নুরুল হুদা চেয়ারম্যান, সেলিম চৌধুরী, আবু বক্কর সোহেল, রহমান, ইউসুফ চৌধুরী, সাবের সুলতান কাজল, জসিম উদ্দিন চৌধুরী, পাশা আবু সুফিয়ান সুজন, নুরুল ইসলাম বাবুল, মাসুদুৃল আলম, ইকবাল চৌধুরী, জানে আলম, সেলিম উদ্দিন, জানে আলম, লিটন, শাহজাহান শাহিল, এড. কাজী জুয়েল, দিদারুল আলম, সাইফুল তালুকদার, মো. শাহাদাত, জাশেদ খান জাসু, মো. আহসান, নজরুল ইসলাম, মহিউদ্দিন জীবন, নজরুল ইসলাম, তসলিম উদ্দিন, পেয়ার মোহাম্মদ বাবু, শাওন রকি, ফজলুল করিম, আশিকুর রহমান, আরিফ হোসেন, আজাদ, মঈন, ফরহাদ, ইয়াছিন আরাফাত প্রমুখ।
দক্ষিণ জেলা বিএনপি : গতকাল বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর ২ গেইটস্থ বিপ্লব উদ্যানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি পুষ্পস্তবক অর্পণ করে। পরে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী। সভাপতির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান। সদস্য সচিব মোস্তাক আহমেদ খানের পরিচালনায় বক্তব্য রাখেন আলী আব্বাস, অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, এনামুল হক এনাম, এড. ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, এড. এস এম ফোরকান, মন্‌জুর উদ্দিন চৌধুরী, সিরাজুল ইসলাম সওদাগর, কামরুল ইসলাম হোসাইনী, মোহাম্মদ খোরশেদ আলম, হুমায়ূন কবির আনসার, ভিপি মোজাম্মেল হক, জিয়াউদ্দিন চৌধুরী আশফাক, হাজী মো. রফিক, মোহাম্মদ ইসহাক চৌধুরী, জামাল হোসেন, লায়ন হেলাল উদ্দীন, জাহেদ হোসেন চৌধুরী, নুরুল কবির, এড. আবু তাহের।
নগর যুবদল : নগর যুবদলের উদ্যোগে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের পরিচালনায় বক্তব্য রাখেন নগর যুবদল নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ইকবাল হোসেন এস,এম, শাহ আলম রব, ইকবাল হোসেন সংগ্রাম, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, আব্দুল গফুর বাবুল, মোহাম্মদ মুছা, হায়দার আলী চৌধুরী, এড. ফিরোজ, মুজিবুর রহমান মুজিব, আবু সুফিয়ান, জাহেদুল হাছান বাবু, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবীর, আব্দুল্লাহ আল টিটু, এরশাদ হোসেন, তৌহিদুল ইসলাম রাসেল।
দক্ষিণ জেলা ছাত্রদল : বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শপিং কমপ্লেক্স থেকে র‌্যালি নিয়ে ২নং গেইটস্থ বিপ্লব বেদীতে পুষ্পস্তবক অর্পণ এবং সংক্ষিপ্ত আলোচনা সভা করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল। এসময় সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদ। এসময় উপস্থিত ছিলেন মতিউর রহমান রাসেল, শাহজান হোসেন, খালেদ হোসাইন, ইউনুচ, শফিউল আলম, কামাল উদ্দিন, চৌধুরী ওয়াহাব, শোয়েবুল ইসলাম, মো. হোসাইন, সাইফু উদ্দীন দস্তগীর, মুসা ইসলাম, হেলাল উদ্দিন, ফারুখ, আজিজ, শামসু রবিউল ইসলাম, রাশেদ, সালাহ উদ্দিন, আলমগীর, রুবেল শেখ সাঈদী, সালাহ উদ্দিন জাহেদ, সায়েম ইসলাম, এম মনসুর আলম, আলাউদ্দিন, পারভেজ মিয়া।
বোয়ালখালী উপজেলা বিএনপি : বিপ্লব ও সংহতি দিবসে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এরশাদ উল্লাহ। জেলা বিএনপির সদস্য শওকত আলমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক চেয়ারম্যান। দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আবুল হাসেম, এস এম বাদশা, স্বপন কুমার শীল, সুলতান মাহমুদ টুনু, সরোয়ার আলমগীর, এম এ মনজুর, শাহ আলম মেম্বার, আজাদ খান, জিয়াউদ্দীন খান কুসুম মেম্বার, কামরুল ইসলাম মেম্বার, জয়নাল আবেদীন সিকদার, আব্দুস সালাম, শফিকুল ইসলাম শাহীন, জসিম উদ্দীন মেম্বার, জসিম উদ্দীন, শহিদুল ইসলাম, আনোয়ার, শরীফ, সিরাজ, সাহিদুল ইসলাম মামুন, জসিম উদ্দীন নীরব, এম এন করিম, জাহাঙ্গীর, এস এম ইকবাল, আতিকুল্লাহ অনু, এমদাদুল হক চৌধুরী লিটু, নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, রোকন উদ্দীন, মফিজ মেম্বার, জাহেদ, খোরশেদ, তাজুল ইসলাম রাসেল, নাছির উদ্দিন, জানে আলম নান্নু, খায়রুল বাশার, লোকমান, জসিম উদ্দিন, সাইফুদ্দীন, আমিনুল ইসলাম লাভলু, ইকবাল হোসেন, ছৈয়দ কামাল, কাউসার চৌধুরী, মিজান, নাহিদ, হায়দার হিরু, সোহেল রানা, ইমরানুল হক জিকু, নাছির উদ্দীন, জিয়াউল হক জোনাইদ, মনিরুল ইসলাম, আব্দুল খালেক, জিসান, আরাফাত চৌধুরী জিয়াম প্রমুখ।
কক্সবাজার জেলা বিএনপি : কক্সবাজার প্রতিনিধি জানান, জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন, এটিএম নূরুল বশর চৌধুরী, এড. শামীম আরা স্বপ্না, রফিকুল হুদা চৌধুরী, রফিকুল ইসলাম, আবুল কাশেম, এড. আবদুল কাইয়ুম, এড. সৈয়দ আহমদ উজ্জল, জিসান উদ্দীন জিসান, এড. ইউনুছ, রাসেদুল হক রাসেল, আজিজুল হক সোহেল, এড. মনির উদ্দীন মনির, সরওয়ার রোমন, দোলন ধর প্রমুখ।
নগর মহিলা দল : মহানগর মহিলা দলের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসে নগরীর বিপ্লব উদ্যানে সভানেত্রী বেগম মনোয়ারা বেগম মনি এবং কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদিকা বেগম ফাতেমা বাদশার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাহেলা জামান, জেসমিন খানম, সায়মা হক, মারিয়া সেলিম, রেজিয়া বেগম মুন্নি, সকিনা বেগম, আখি সুলতানা, কামরুন্নাহার লিজা প্রমুখ।
উত্তর জেলা কৃষক দল : উত্তর জেলা কৃষক দলের পক্ষে নগরীর বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এম এ হালিম, নুরুল আমিন, নুর মোহাম্মদ, কাজী সালাউদ্দীন, মো. জাকের হোসেন, আতিকুল ইসলাম লতিফী, মো. বদিউল আলম বদরুল, নাসিরুল করিম মনির, নাসির উদ্দিন, জুলফিকার আলী ভুঠো, বেলাল উদ্দিন, মফিজুর রহমান, কাউসার কমিশনার, মহিউদ্দীন বাহাদুর, জসিম উদ্দিন প্রমুখ।
উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল : স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ শেষে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোরছালিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. সরওয়ার উদ্দিন সেলিমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নাসির উদ্দিন, জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।
ষোলশহর ওয়ার্ড বিএনপি : পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি ও দক্ষিণ জেলার বিএনপি আহবায়ক আবু সুফিয়ানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন আবুল বাশার, নুর নবী, আনোয়ার হোসেন লিপু, বখতেয়ার, ম হামিদ, আইয়ুব আলী, আবু বক্কর রাজু, সাজিদ হাসান রনি, এসকান্দর, বেলাল, ইয়াছিন, সাইদুল ইসলাম শহীদ, আবু তাহের, সোলাইমান প্রমুখ।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল : জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রামের উদ্যোগে বিপ্লব উদ্যানে পুষ্পমাল্য অর্পন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক জাহেদুল করিম কচি। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন জসিম উদ্দিন জিয়া, এড. ইকবাল হোসেন, নাছির আহমেদ, বাবুল, নুরচন্নবী মিলন, আওরঙ্গজেব সম্রাট প্রমুখ।
পটিয়া পৌরসভা বিএনপি : পটিয়া পৌরসভা বিএনপি যুবদল, সেচ্চাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল খায়ের চৌধুরী। পটিয়া কলেজ গেইটস্থ দলীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন মুহাম্মদ মুজাম্মেল হক। নজরুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, তৌহিদুল আলম, শাহজাহান চৌধুরী, ইদ্রিস পানু, আমিনুল ইসলাম, আমির হোসেন, ইলিয়াছ চৌধুরী ভূট্টো, সেলিম উদ্দিন, মফিজুর রহমান, আল রায়হান সোহেল, জাহাঙ্গীর আলম, আলী আকবর, মুহাম্মদ ইলিয়াস, মামুনুর রশিদ, আবদুস সালাম, হাকিম উদ্দিন, শাহনুর মিয়া আবদুল বারেক, বাহাদুর খাদেমী, নুরুল হাকিম, এনামুর রশিদ, প্রমুখ।
মহানগর জাসাস : শনিবার বিপ্লব উদ্যানে নগর জাসাসের উদ্যোগে পুস্পস্তবক অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, মহানগর জাসাসের সভাপতি শিল্পী আব্দুল মান্নান রানা, মোহাম্মদ আমিনুল ইসলাম, এম এ মুসা বাবলু, আলি আজম চৌধুরী, খন্দকার সাইফুল ইসলাম, শেখ জামিল হোসেন, মামুনুর রশিদ শিপন, নজরুল ইসলাম তুহিন, ফজলুল হক মাসুদ, আবুল কালাম, জিয়া উদ্দীন, দোস্ত মোহাম্মদ, লায়ল আব্দুল মান্নান, প্রমুখ।
সীতাকুণ্ড বিএনপি : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, উপজেলা ও পৌরসভা বিএনপিসহ অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী সুজাউদ্দীন। মোজাহের উদ্দীন আশরাফের সঞ্চালনায় ও ইউসুপ নিজামীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জহুরুল আলম জহুর, মোরছালিন, জয়নাল আবদীন দুলাল, নাজমুন নাহার নেলী, এডভোকেট রৌশনারা বেগম, আবুল বশর ভূইয়া, কামাল উদ্দীন, মোহরম আলী, আবুল কালাম আজাদ, বখতিয়ার উদ্দীন, কাজী এনামুল বারী প্রমুখ।
মিরসরাই উপজেলা বিএনপি : মিরসরাই উপজেলা বিএনপির উদ্যোগে মিরসরাই উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন উদ্দীন মাহমুদের সভাপতিত্বে ও আবু জাফর মেম্বারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাথী উদয় কুসুম বড়ুয়া। প্রধান বক্তা ছিলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। বিশেষ আলোচক ছিলেন সাংবাদিক জাহেদুল করিম কচি। বক্তব্য রাখেন, মাস্টার জসিম উদ্দিন, নিজাম উদ্দিন খান, মো. আলমগীর, সালাহউদ্দিন সেলিম, নাজিম উদ্দিন মিয়াজী, মো. কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, আকবর ভূইয়া প্রমুখ।
ফটিকছড়িতে উপজেলা বিএনপি : ফটিকছড়ি প্রতিনিধি জানান, উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভাস্থ একটি কমিউনিটি সেন্টারে আহবায়ক ফরিদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার আলমগীর। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম চৌধুরী, আরশাদ হোসেন সেলিম, নাজিম উদ্দীন শাহিন, এমরান হোসেন, দিদার চৌধুরী, ডা. নাজিম উদ্দীন জয়নাল আদেদিন, শহিদুল্লাহ।
চবি ছাত্রদল : বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মোহাম্মদ মামুন উর রশিদ মামুনের নেতৃত্বে নগরীর ২নং গেইটস্থ বিপ্লব উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চবি ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম তৌহিদ। বিশেষ অতিথি ছিলেন শাহেদুল ইসলাম।
মহানগর স্বেচ্ছাসেবক দল : শনিবার মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিপ্লব উদ্যানে পুস্পস্তবক অর্পণ করা হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম রাশেদ খান। বক্তব্য রাখেন বেলায়েত হোসেন বুলু। উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন, আসাদুজ্জামান দিদার, সিরাজ উদ্দিন, খায়রুল আলম দিপু, এ্যাড. সাইদুল ইসলাম, সেলিম রেজা, হারুন আল রশিদ প্রমুখ।
বান্দরবান বিএনপি : বান্দরবান প্রতিনিধি জানান, জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার বান্দরবানের চৌধুরী মার্কেটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। অধ্যাপক ওসমান গণির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে মজিবুর রশিদ, নাছির উদ্দীন চৌধুরী, জাহাঙ্গীর আলম, হারুনর রশীদ, ফেরদৌস হায়দার রুশু, প্রমুখ বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধসামপ্রদায়িক হামলা নির্যাতন বন্ধের দাবি
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড ও চন্দনাইশে ৩১ হাজার ইয়াবাসহ আটক ৪