খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি, স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাধনপুরে ১১ জনকে পুড়িয়ে হত্যা

| শনিবার , ১৯ নভেম্বর, ২০২২ at ৮:২৮ পূর্বাহ্ণ

বাঁশখালী সাধনপুর শীলপাড়ায় ২০০৩ সালে ১৮ নভেম্বর একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। গতকাল এ উপলক্ষে শীল পাড়ায় তাদের স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। মামলার বাদী বিমল শীলের সভাপতিত্বে এক স্মরণ সভা স্মৃতি সৌধ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি তৌহিদুল হক, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম মুবিন।
বক্তব্য রাখেন পরিবারের পক্ষে নির্মল শীল, বাদল শীল, বাপ্পী শীল, সুরেশ শীল, রাখাল শীল, প্রদীপ শীল প্রমুখ। সভায় বক্তারা বলেন, গত ১৯ বছর এ হত্যাকাণ্ডের কোন কুলকিনারা না হওয়াটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। অনতিবিলম্বে মামলার রায় প্রদান করে খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনীত নিবেদন করা হয়। এ সময় নেতৃবৃন্দ শীল পাড়ায় নিহতদের স্মৃতি সৌধে পুষ্পস্তপক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ থেকে কর্মী নিতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ
পরবর্তী নিবন্ধক্বিরাতুল কুরআন হিফজ মাদরাসার কৃতী ছাত্রদের সবক প্রদান অনুষ্ঠান