খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৩ এপ্রিল, ২০২১ at ৮:০২ পূর্বাহ্ণ

দুইদিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার রোগমুক্তি কামনায় ও অসুস্থ নেতাকর্মীসহ দেশের সর্বস্তরের নাগরিকদের সুস্থতা কামনায় দেশব্যাপী সব মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কেন্দ্রের নির্দেশনা অনুসারে গতকাল চট্টগ্রামের বিভিন্ন মসজিদেও বাদে আসর অনুষ্ঠিত হয় খতমে কোরআন ও দোয়া মাহফিল।
কোতোয়ালী থানা বিএনপি : কোতোয়ালী থানা বিএনপির উদ্যোগে গতকাল বাদে আসর বাটাগলি জামে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে করোনায় আক্রান্ত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, অসুস্থ মহানগর বিএনপির সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেল, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আফতাবুর রহমান শাহীনসহ নেতাকর্মীদের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তাছাড়া মোনাজাতে কারাবন্দী ডা. শাহাদাত হোসেন, মনোয়ারা বেগম মনিসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের জন্যও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জামে মসজিদের পেশ ঈমাম। এতে অংশ নেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য হারুন জামান, মোহাম্মদ কামরুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, নগর বিএনপি নেতা সিহাব উদ্দিন মোবিন, হামিদ হোসাইন, আবদুল বাতেন, থানা বিএনপির সি. সহ-সভাপতি ফরিদ আহমেদ, বঙিরহাট ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম মুফিজ উল্লাহ, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন আলী নুর, ওয়ার্ড বিএনপির সা. সম্পাদক সাদেকুর রহমান রিপন, জসিম মিয়া, সৈয়দ আবুল বশর, আবু ফয়েজ, থানা বিএনপির সি. যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, আবু মহসিন চৌধুরী, নুর মোহাম্মদ, জালাল উদ্দিন, জসিম উদ্দিন, ইকবাল হোসেন সংগ্রাম প্রমুখ।
৩৮ নম্বর ওয়ার্ড বিএনপি : ৩৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কলসী দীঘির পাড়স্থ বায়তুল হামিদ জামে মসজিদে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের খতিব মাওলানা জাহাঙ্গীর আলমের পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, বন্দর থানা বিএনপির সহ-সভাপতি হাজী মো. সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম বাচ্চু কোম্পানী, সাংগঠনিক সম্পাদক হাজী মো. হোসেন, নেজাম উদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজম উদ্দিন, বন্দর থানা বিএনপি নেতা শহীদুল ইসলাম বাপ্পি, হাজী মো. সালাউদ্দিন, ৩৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ঝুনু, অর্থ সম্পাদক ইলিয়াছ সওগার, মো. আলাউদ্দিন, মো. মিজান, মো. জানে আলম কালু, মোহাম্মদ খাঁন, নেজাম উদ্দিন, সাইফুল আলম, মো. রাশেদ, মো. এরশাদ, আব্দুর রহিম, যুবদল নেতা আব্দুল মোতালেব, মো. আলমগীর, মো. শাহজাহান, আজম উদ্দিন, মো. সজিব, ছাত্রদলনেতা আবু রায়হান চৌধুরী, ইন্তেকার হোসেন ইন্তু, আবু নাঈম, স্বেচ্ছাসেবক দল নেতা মো. এস্কান্দার, রিয়াজ উদ্দিন রাজু, মিজানুর রহমান চৌধুরী, মো. মহিউদ্দিন, শ্রমিকদল নেতা বাবুল মাঝি, মো. শাহ আলম খলিফা, মো. শহীদ প্রমুখ।
আমিন শিল্পাঞ্চল ৪৩নং সাংগঠনিক ওয়ার্ড : মহানগর বিএনপির সাবেক সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মুছার উদ্যোগে গতকাল বাদে আসর আমিন শিল্পাঞ্চল ৪৩নং সাংগঠনিক ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর, থানা, ওয়ার্ড, ইউনিট বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও তাঁতীদলের নেতৃবৃন্দ। মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের সুস্বাস্থ্য কামনায় দোয়া কামনায় দোয়া করা হয়।
দক্ষিণ জেলা ছাত্রদল : চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে গতকাল বাদে আসর হযরত শাহ আমানত (রহ.) এর মাজার সংলগ্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদ, জেলা ছাত্রদল নেতা ইকবাল হোসেন রুবেল, এরশাদ উল্লাহ, প্রকৌশলী আজিজুর রহমান, উপজেলা ও পৌরসভা ছাত্রদল নেতা শাকেরুল ইসলাম সাকিব, আরেফিন রিয়াদ, মো. ইসমাইল, আনিসুর রহমান আনাস, আব্দুস সবুর, এনামুল হক সজিব, জোবায়ের হোসেন, আবসার সিকদার, ইসফাক মাহমুদ, শহীদুল আলম, তানভীর হাসান, শহীদুল ইসলাম, মো. জয়নাল, আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা মো. বোরহান উদ্দিন, শফিউল আলম, মো. হান্নান প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল করিম।
হাটহাজারী বিএনপি : হাটহাজারী বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল লালিয়ার হাটে সাবেক হুইপ মরহুম ওয়াহিদুল আলমের বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বেগম জিয়ার আশু রোগমুক্তি, কারামুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। ব্যারিস্টার সাকিলা ফারজানার সহযোগিতায় মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মামুন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলম, সাবেক যুগ্ম সম্পাদক আবুল হোসেন চেয়ারম্যান, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সৈয়দ ইকবাল, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ নাজিম উদ্দীন, চিকনদণ্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাওনাইন চৌধুরী টিপু মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম মাহমুদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বেলাল মিয়া, যুবদল নেতা মোহাম্মদ জাবেদ, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলাম নিশাদ, ছাত্রনেতা এস এম শহিদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধযত বেশি গবেষণা হবে তত বেশি উন্নয়ন হবে
পরবর্তী নিবন্ধগ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি না দিলে কঠোর পদক্ষেপ : বাবুনগরী