খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভে পুলিশি বাধা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ৬ মার্চ, ২০২২ at ৮:২২ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে পুলিশি বাধার মুখে বিএনপির বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সকালে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভার উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হলে মূল সড়কে উঠার আগে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে সেখানে খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সভাপতি অশোক মজুমদারের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু।
বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌর বিএনপির সভাপতি জহির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ মিলন, খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর নোমান, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন, যুগ্ম সম্পাদক আনিসুল আলম অনিক, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সহ-সভাপতি মিটুর রানী ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক আকলিমা আক্তার ও সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ।
সমাবেশে বক্তারা দেশ পরিচালনায় ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদের হাশেমী নগরে রেড ক্রিসেন্টের কোভি ভ্যাকসিন প্রদান
পরবর্তী নিবন্ধসিপিবির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ