খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ২৯ নভেম্বর, ২০২০ at ১১:১৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মার্মা অধ্যুষিত রোওয়াসায়া পাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দানোত্তমকঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে বিহার কমিটির উদ্যোগে রোওয়াসায়া পাড়ার বৌদ্ধ বিহার প্রাঙ্গনে ধর্মীয় সভার আয়োজন করা হয়েছে। এ সময় জেলার বিভিন্ন মার্মা সমপ্রদায়ের বৌদ্ধ বিহার থেকে প্রায় অর্ধশতাধিক বিহার অধ্যক্ষ বৌদ্ধ ধর্মের বিশেষ বানী পঞ্চশীল প্রদান করেন। শেষে উপস্থিত জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিভিন্ন শ্রেণি পেশার মার্মা সমপ্রদায়ের সকলে উপস্থিত বিহার অধ্যক্ষদের কঠিন চিবর দান করেন। সন্ধ্যায় বিহার প্রাঙ্গনে হাজার প্রদীপ প্রজ্জলনসহ ফানুস বাতি উড়ানোর আয়োজন করেছেন বিহার কমিটি।
বান্দরবান প্রতিনিধি জানায়, বান্দরবানে পাহাড়ের বৌদ্ধ বিহারগুলোতে কঠিন চীবরদান উৎসবে মেতেছে বৌদ্ধ ধর্মালম্বীরা। গতকাল শনিবার বান্দরবানের উজানীপাড়া রাজগুরু বিহারে ৩ দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব শুরু হয়েছে। উৎসবকে ঘিরে সকালে বিহার কমিটির ব্যানারে পাহাড়ি বৌদ্ধ ধর্মালম্বী অধ্যুষিত উজানীপাড়া, মধ্যমপাড়া, জাদীপাড়াসহ আশপাশের এলাকার বৌদ্ধ ধর্মালম্বী নারী-পুরুষেরা শোভাযাত্রা বের করে। বোমাং সার্কেল চীফ রাজা উচপ্রু চৌধুরী নেতৃত্বে শোভাযাত্রাটি গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন করে বিহারে গিয়ে শেষ হয়। সেখানে ধর্মীয় প্রার্থনায় অংশ নেন বৌদ্ধ ধর্মালম্বী বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ। পূন্যের আশায় এ উৎসবে পাহাড়ের বৌদ্ধ ধর্মালম্বী নারীরা মাত্র চব্বিশ ঘন্টায় একদিনের মধ্যে তুলা থেকে বিশেষ কায়দায় বানানো চরকায় ঘুরিয়ে ঘুরিয়ে সুতা তৈরী করে। আর নতুন সুতায় রং লাগিয়ে কাপড় বুনে সেলাই বিহীন চীবর তৈরি করে বৌদ্ধধর্মীয় গুরু ভান্তে ভিক্ষুদের পরিধানের জন্য। চব্বিশ ঘন্টায় তৈরি করা চীবর কাপড় উৎসবের পরেরদিন বিহারের ধর্মীয় গুরু ভিক্ষুদের মাঝে দানের কঠিন এ ব্রতের নামই হচ্ছে কঠিন চীবর দানোৎসব।

পূর্ববর্তী নিবন্ধবরুমচড়ায় তিন গরু চুরি
পরবর্তী নিবন্ধসৈয়দ ফরিদুল আলম