‘ক্ষমা প্রার্থনা’ টোকিও অলিম্পিক প্রধানের

নারীদের নিয়ে অশোভন মন্তব্য

| শুক্রবার , ৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:১৬ পূর্বাহ্ণ

টোকিওতে অলিম্পিক ও প্যারাঅলিম্পিক আয়োজনের দায়িত্বে থাকা কমিটির প্রধান ইয়োশিরো মোরি নারীদের নিয়ে করা তার অশোভন মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। বুধবার জাপানের অলিম্পিক কমিটির এক বৈঠকে তিনি বলেছিলেন, নারীরা বেশি কথা বলেন এবং বৈঠকে বেশি নারী পরিচালক থাকলে ‘সময় বেশি লাগে’। খবর বিডিনিউজের।
অশোভন এ মন্তব্যের জন্য ৮৩ বছর বয়সী মোরির ওপর পদত্যাগের চাপ বাড়ছিল বলে জানিয়েছে বিবিসি। বৃহস্পতিবার তিনি তার মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করলেও এখনি পদ থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন।
জাপানের অলিম্পিক কমিটির পরিচালনা পর্ষদে এখন ২৪ জন সদস্য, যার মধ্যে পাঁচ জন নারী। অলিম্পিকে জাপানি খেলোয়াড় বাছাইয়ের দায়িত্বে থাকা এ কমিটি ২০১৯ সালেই পরিচালনা পর্ষদে নারীর সংখ্যা বাড়িয়ে ৪০ শতাংশ করার লক্ষ্যমাত্রা নিয়েছিল। আমরা যদি পরিচালনা পর্ষদে নারী সদস্য বাড়াই তাহলে তাদের কথা বলার সময় যেন সীমিত থাকে তা নিশ্চিত করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস উপ-নির্বাচনে দশজনের মনোনয়নপত্র দাখিল
পরবর্তী নিবন্ধমান্দালয়ের অভ্যুত্থান বিরোধী প্রতিবাদ থেকে গ্রেপ্তার ৩