কোচিং ব্যবসা ও দুদক

| বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২০ at ৯:৫৩ পূর্বাহ্ণ

কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করার প্রক্রিয়ার নাম কোচিং। আভিধানিক অর্থে এটাই। কোচিং ব্যবসার বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে সর্বত্র। স্কুল-শিক্ষকদের অনেকে এটিকে বাধ্যতামূলক করে তুলেছেন। তাদের কাছে কোচিং না করলে স্কুলের পরীক্ষায়ও ভালো করার গ্যারান্টি নেই। স্কুলের অনেক শিক্ষক তাদের কাছে কোচিং না করলে হয়রানি করেন। পরীক্ষায় কম নম্বর দেন। এ কারণে ছাত্র-ছাত্রীরা বাধ্য হচ্ছে কোচিং করতে। মোদ্দা কথা কোচিং বাণিজ্যের কাছে বলতে গেলে জিম্মি হয়ে পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থা। সরকারের কর্তাব্যক্তিরা কোচিং বাণিজ্য বন্ধে বিভিন্ন সময়ে কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিলেও তার বাস্তবায়ন দেখা যায়নি। দুদক এ অনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে তৎপর। আমরা চাই আট শিক্ষক প্রতিষ্ঠানের যে ৯৭ জন শিক্ষকের নাম দুদকের অনুসন্ধানে উঠে এসেছিলো এদের ব্যাপারে মন্ত্রণালয় থেকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হোক। সারাদেশে চলছে এক শ্রেণির অসাধু শিক্ষকদের অনৈতিক তৎপরতা। আমরা আশা করবো দুদক এ ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রাখবে। শিক্ষা মন্ত্রণালয়কে স্বপ্রণোদিত হয়েই কোচিং বাণিজ্যসহ শিক্ষাক্ষেত্রে অনিয়ম দুর্নীতির ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।
– এম.এ. গফুর, বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়, কোরবাণীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয় জীবন থেকে যা শিখেছি
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা