কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে অগ্নিকাণ্ড

টেকনাফ প্রতিনিধি ম | শনিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:২১ পূর্বাহ্ণ

টেকনাফ-কক্সবাজার সড়কের উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার রোহিঙ্গা ক্যাম্পের পাশে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে অন্তত ৮ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ২৫ ফেব্রুয়ারি দুপুর সোয়া ১ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন উখিয়া ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (এসপি) মো নাইমুল হক।
তিনি জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস টিম এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। এদিকে স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে কুতুপালং গ্রামের ৯ নং ওয়ার্ডের নুরুল কবির ভুট্টোর বেশ কয়েকটি ভাড়া ঘর ও দোকান পুড়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধচাকরি নিয়ে পরিবারের হাল ধরতে চান প্লাবন
পরবর্তী নিবন্ধমোটর রিকশার ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর