কাভার্ডভ্যানের ধাক্কায় বাইক থেকে পড়ে পুলিশ সদস্যের মৃত্যু

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ জুন, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

নগরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম মো. জাহাঙ্গীর আলম (৪৬)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে বায়েজিদ থানার বালুচরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ কাভার্ডভ্যানচালক মো. কলিম উল্লাহকে (৩৫) গ্রেপ্তার করে এবং কাভার্ডভ্যানটি জব্দ করে। নিহত জাহাঙ্গীর কঙবাজারের রামুর বাসিন্দা। নগরের পশ্চিম মাদারবাড়ী পেলিখা হোটেলের পাশে কমিশনার বিল্ডিং এ ব্যাচলর ভাড়াটিয়া হিসেবে থাকতেন তিনি।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস জাহান জানান, মোটরসাইকেল চালিয়ে জাহাঙ্গীর হাটহাজারী টু অঙিজেন সড়কের বালুচরা বাজার এলাকার ফোর এইচ গার্মেন্টসের সামনে পৌঁছালে কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধদোহাজারী পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ৬ জন