কাতারে প্রস্তুতি ম্যাচে কোন বড় দলকে পাচ্ছে না বাংলাদেশ

| শনিবার , ২১ নভেম্বর, ২০২০ at ৭:৫৭ পূর্বাহ্ণ

নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলার পরও কাতারের বিপক্ষে মাঠে নামার আগে শক্তিশালী দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে চেয়েছিল কাতারের শীর্ষ লিগের দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে। তবে বর্তমানে স্টারস লিগ চলমান থাকায় সে সম্ভাবনা কমে গেছে। কাতার ফুটবল অ্যাসোসিয়েশন ইতিমধ্যে বাংলাদেশের দুটি প্রস্তুতি ম্যাচের দিন ঠিক করেছে ২৫ ও ২৮ নভেম্বর। তবে দল এখনও ঠিক করতে পারেনি। স্টারস লিগের দল না পাওয়ায় কাতার তাদের দ্বিতীয় বিভাগ লিগের দুটি ক্লাবের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ খেলার ব্যবস্থা করবে। দুই একদিনের মধ্যেই কয়েকটি প্রতিপক্ষের নাম জানাবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে।
তার মধ্যে থেকে বাংলাদেশ দুটি দলের বিপক্ষে ম্যাচ খেলবে। প্রস্তুতি ম্যাচের দল চূড়ান্ত না হলেও তারিখ ও ভেন্যু ঠিক করা হয়েছে। দুটি প্রস্তুতি ম্যাচই বাংলাদেশ খেলবে কাতারের অত্যাধুনিক অ্যাসপেয়ার একাডেমিতে।

পূর্ববর্তী নিবন্ধইমরান খানকে আফগান ক্রিকেটারদের ব্যাট উপহার
পরবর্তী নিবন্ধবান্দরবান এবং কুমিল্লা জেলা দলের ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে বিভাগীয় বঙ্গবন্ধু কাপ ফুটবল