কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজে আহরণের কার্যক্রম

| বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৫:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজে গত ৬ মার্চ ৬ষ্ঠ শ্রেণির এ, বি, সি ও ডি শাখায় ক্লাস টিচার আহমদ উল্লাহ্‌ কুতুবি, জেসমিন আক্তার, পারভীন আক্তার ও মুশফিকা কামালের সহযোগিতায় আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিমের পরিচালনায় উদ্বোধনী আহরণ ক্লাসের আয়োজন করা হয়। এতে এ শাখার ৬৬ জন, বি শাখার ৬৩ জন, সি শাখার ৭০ জন এবং সি শাখার ৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এসব ক্লাসে শিক্ষার্থীরা ‘আহরণ’ শব্দটির অনেক সমার্থক শব্দ উদঘাটন করে। ক্লাসে শিক্ষার্থীরা তিনটি শর্ত যেমন যখন তখন স্যার ডাকা থেকে বিরত হওয়া, কিছু মনে এলে হাত তুলে অপেক্ষা করা এবং পরিচালকের অনুমতি পেলে বলাএই শর্তগুলো মেনে শৃঙ্খলার সাথে ক্লাসে অংশগ্রহণ করে।

শিক্ষার্থীদের জীবন বাঁচানোর তিনটি মৌলিক জিনিষ বায়ু, পানি ও খাবার ‘আহরণের’ প্রত্যক্ষ ধারণা প্রদান করা হয়। বাড়ির কাজ হিসেবে শিক্ষার্থীদের প্রতি মিনিটে কতবার শ্বাসপ্রশ্বাস নেওয়া হচ্ছে সে বিষয়টি প্রত্যক্ষ করার কথা বলা হয়। আহরণ শপথ পাঠ করার মধ্য দিয়ে ক্লাস শেষ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গমাতার সংগ্রামী জীবন হোক নারীদের আদর্শ : মেয়র
পরবর্তী নিবন্ধহালদা পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার