কর্ণফুলী লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

| শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৭:১২ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অফ চিটাগং কর্ণফুলীর উদ্যোগে করোনাকালীন মহামুনি বিধবা ও অনাথ শিশু আশ্রম কেন্দ্র প্রাঙ্গণে গত ৯ সেপ্টেম্বর ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. শাহ আলমের সভাপতিত্বে সেক্রেটারী লায়ন মাইনুল হাসানের সঞ্চালনায় সভা ও বৃক্ষরোপনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫,বি৪ এর জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ। বিশেষ অতিথি ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, কেবিনেট সেক্রেটারী লায়ন আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার লায়ন আবু বক্কর ছিদ্দিক, লায়ন তারেক কামাল, লায়ন আবু তাহের, লায়ন শুভ নাজ জিনিয়া, লায়ন গাজী লোকমান হাসান চৌধুরী, লায়ন প্রকৌশলী জামালউদ্দীন, লায়ন প্রকৌশলী আবদুল মালেক, লায়ন লোকমান হোসেন, লায়ন দুলাল কান্তি বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সময়ে বৈশ্বিক জলবায়ুগত সমস্যা মোকাবেলায় বৃক্ষরোপণ করতে হবে। বর্তমানে পৃথিবীর জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের মুখে, তাই প্রত্যেক ব্যক্তি একটি করে গাছ রোপণ করার অনুরোধ জানিয়ে বক্তব্য শেষ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশোভনদণ্ডী উচ্চ বিদ্যালয়ের সাবেক ৫ শিক্ষককে সম্মাননা
পরবর্তী নিবন্ধনারীদের স্বাবলম্বী করতে পারলে পরিবারে অর্থ সংকট থাকবে না