কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খননের দাবিতে মানববন্ধন

| সোমবার , ২৫ এপ্রিল, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীতীরের ১৮ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদী খননের দাবিতে নদীর তীরে মানববন্ধন করেছে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনসহ পাঁচ সংগঠন। গতকাল রোববার চাক্তাই খালের মোহনায় এ মানববন্ধন হয়।

এতে বক্তব্য রাখেন কর্ণফুলী বিশেষজ্ঞ প্রফেসর ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সভাপতি সাংবাদিক চৌধুরী ফরিদ, খাল রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক আলীউর রহমান, মেরিন ফিশারিজ একাডেমির প্রফেসর (খণ্ডকালীন) নোমান আহমেদ সিদ্দিকি।

মানববন্ধনে অংশ নিয়েছে বাংলাদেশ পরিবেশ ফোরাম, গ্রামীণ পরিবেশ ও কৃষ্টি উন্নয়ন সমাজ সৃষ্টি, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন ও ইউনাইডেট সোশ্যাল নেটওয়ার্ক । মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রদীপ কুমার দাশ, যুগ্ম সাধারণ অধ্যাপক মনোজ কুমার দেব, চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের নির্বাহী সদস্য মনির উদ্দিন, শ্যামল বিশ্বাস, সংস্কৃতিকর্মী দিলরুবা খানম, অ্যাডভোটেক সেলিম চৌধুরী, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এসএম পেয়ার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আহমেদ, সদস্য আবুল হোসেন আবুল, জসীম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির প্রতিষ্ঠাতা সদস্য নুর উল্লাহর মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধবইছে তাপপ্রবাহ, তীব্র গরম আরও কয়েকদিন