কক্সবাজার ইন্টারন্যাশনাল ভার্সিটিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী

| বৃহস্পতিবার , ২৫ মে, ২০২৩ at ৬:৩৭ পূর্বাহ্ণ

কক্সবাজার ইন্টার‌্যাশনাল ইউনিভার্সিটিতে রবীন্দ্রনজরুল জয়ন্তী উপলক্ষে সাহিত্যসাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. গোলাম কিবরিয়া ভূইয়া। অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ তৌহিদ হোসেন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন, ডিন ড. রণজিত দস্তিদার ও রেজিস্ট্রার প্রফেসর সুকুমার দত্ত। দুই পর্বের এ অনুষ্ঠানে প্রথম পর্বে আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিযোগীরা মোট ৬টি পর্বে অংশগ্রহণ করেন।

প্রথম পর্বের আলোচনা সভায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ও আমাদের উৎসাহ ও অনুপ্রেরণার আদর্শ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তাদের পরিবেশিত গানগুলো আমাদের মুক্তিযোদ্ধাদের অনেক বেশি অনুপ্রাণিত করেছে। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক আহমেদ রেজা খান। সমাপনী বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান তামান্না নওরিন আজম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট দেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লেখিকা সংঘের সভা