কক্সবাজারে নারী ও শিশুসহ ৩৪ রোহিঙ্গা আটক

কক্সবাজার ও রামু প্রতিনিধি | বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৭:০১ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরে পাচারের জন্য জড়ো করা নারী, পুরুষ ও শিশুসহ ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. জোবায়ের ও মো. জয়নাল নামে দুই দালালকে আটক করা হয়। অভিযানের সময় পালিয়েছে ফয়সাল নামে আরেক দালাল। গত সোমবার কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে রোববার রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রোহিঙ্গাদের বিভিন্ন দেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আটক রোহিঙ্গাদের মধ্যে ১০ জন নারী, আট জন পুরুষ ও ১৬ শিশু রয়েছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, রোহিঙ্গাদের বিষয়ে সিদ্বান্ত নেওয়া হচ্ছে। তবে আটক দালালদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধনানা রকম ড্রাগন
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের খাদ্যসামগ্রী বিতরণ