এ কেমন শত্রুতা!

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১ অক্টোবর, ২০২১ at ১০:০৩ অপরাহ্ণ

হাটহাজারী পৌরসভার ৪নং ওয়র্ডের আলীপুর গ্রামে সংঘবদ্ধ দুর্বৃত্তদের বিরুদ্ধে ক্ষেতের ধান ও ফলদ গাছ কেটে সাবাড় করে দেওয়ার অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার (১ অক্টোবর) উক্ত ওয়ার্ডের জনৈক সুলতান আহমদ সওদাগরের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আলীপুর গ্রামের ভুক্তভোগী কৃষক সৈয়দ মুহাম্মদ নুরুল ইসলাম জানান তার বড়ির পাশে ৬০ শতক জমিতে তিনি আমন ধান রোপন করেন। তাছাড়া এই জমির আশেপাশে কিছু ফলদ বৃক্ষও রোপন করেন তিনি। আজ শুক্রবার একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত সকাল ৯টার দিকে অতর্কিত এসে তার রোপা ধান ও ফলদ বৃক্ষ কেটে নষ্ট করে ফেলে।

তিনি দুর্বৃত্তদের বাধা দিতে সাহস পাননি। তবে তিনি এ ব্যাপারে আইনের আশ্রয় নেওয়ার কথা জানিয়েছেন গণমাধ্যমকে।

গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি জানান, এ ধরনের কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে খাল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধআনোয়ারায় তিন গরু চোরকে গণধোলাই, পুলিশে সোপর্দ