এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

| রবিবার , ৩০ এপ্রিল, ২০২৩ at ৭:১৩ পূর্বাহ্ণ

পশ্চিম গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়: রাউজান প্রতিনিধি জানান,পশ্চিম গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কনক দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আবদুল মান্নান, জগদিশ বড়ুয়া, মোহাম্মদ হারুন, বাবুল মিয়া প্রমুখ।

মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : দক্ষিণ পতেঙ্গা মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত বৃহস্পতিবার স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ৪০নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আবদুল বারেক। স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ফজলে আনোয়ারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ইলিয়াস, মো. শাকিল হারুন, অভিভাবক সদস্য মো. শাহানুর, রুমি আক্তার প্রমুখ।

কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়: রাউজান কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন বরণ, পুরস্কার বিতরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্তের সভাপতিত্বে গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া। উদ্বোধক ছিলেন শিক্ষানুরাগী কাঞ্চন দাশ গুপ্ত। শিক্ষিকা শিবানী চক্রবর্তী ও মৌসুমী মুৎসুদ্দীর যৌথ সঞ্চালনায়এতে বিশেষ অতিথি ছিলেন মহামুনি এংলোপালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া, উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি প্রকাশ সরকার, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য চম্পক মিত্র, বিদ্যালয় পরিচালনা পরিষদের দাতা সদস্য হারাধন বোস। সংবর্ধিত অতিথি ছিলেন বিদায়ী সহকারী প্রধান শিক্ষক আখতার জাহান চৌধুরী ও সিনিয়র শিক্ষক সুরজিত সেন গুপ্ত। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য ডা. রাজু দে, ডা. প্রণব দাশ গুপ্ত, অধ্যাপক শহীদুল্লাহ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, গিয়াস উদ্দিন, কমলিকা সেনগুপ্তা, অভিভাবক সদস্য আবু তালেব, মোহাম্মদ মোতালেব, রুমকি চৌধুরী, কাবেরী চক্রবর্তী, জসীম উদ্দীন অভি, অংকুর বড়ুয়া, রবিউল ইসলাম রবিন, তাজিন মাবুদ ইমন, শান্ত কুমার নাথ, শফিউল গনি, মোহাম্মদ শাহেদ প্রমুখ।শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধমৎস্যজীবী লীগকে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধগাছ পড়ে ভেঙে গেছে চবির প্রথম ভিত্তিস্তম্ভ