এইচএম স্টিল মিলে খাজা মঈনুদ্দীন চিশতী আজমিরী (র.) ওরশ ও দোয়া মাহফিল

| সোমবার , ৩০ জানুয়ারি, ২০২৩ at ৬:৫৫ পূর্বাহ্ণ

এইচ.এম. স্টিল মিলে গতকাল রোববার বাদ জোহর গরীবে নেওয়াজ খাজা মঈনুদ্দীন চিশতী আজমিরী (.) পবিত্র ওরশ মোবারক, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন শাহ সুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী আল মাইজাভাণ্ডারী (.জি..)

বিশেষ মেহমান ছিলেন আল্লামা আবদুল কাদের আফিফ আবদুল কাদের আল জিলানী ও আল্লামা আবদুর রহমান আফিফ আবদুল কাদের আল জিলানী, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালনা কমিটির পরিচালকবৃন্দের মধ্যে মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ সরওয়ার আলম, জাহিদুল হক শিবলু, মোহাম্মদ ফারুক আজম, মো. সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, এইচ এম স্টিলের নির্বাহী পরিচালক মোহাম্মদ শামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী এয়াকুব নবী, বাদশা আলম প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন শাহসুফি মাওলানা ছৈয়দ সাইফুদ্দিন আহমেদ (.জি..)। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাবেক মেয়র এম. মনজুর আলম বলেন, আল্লাহর রাসূল, অলি আউলিয়াসহ আল্লাহর বান্দাদের খেদমত ও সেবা করার জন্যই আমাদের সকল প্রয়াস। আমাদের প্রতিষ্ঠানের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সেবাই আল্লাহর ওয়াস্তে। তিনি বলেন, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এ যাবত ৯২টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করে যাচ্ছে।

আমাদের সর্বশেষ সেবার নিদর্শন অঙিজেন চত্বরে গাউসুল আজম মাইজভাণ্ডারী চত্বর এবং কর্ণফুলী থানাধীন জুলধায় আলহাজ্ব সফিনা ইসলাম জামে মসজিদ। তিনি তাদের সেবাধর্মী সকল কর্মকাণ্ডে ধর্মবর্ণ গোত্র, দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফার্নিচার মেলা শুরু হচ্ছে ১ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধযমুনা অয়েল কোম্পানীর ৪৭তম বার্ষিক সাধারণ সভা