এই দিনে

| মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫৭ পূর্বাহ্ণ

বিশ্বপর্যটন দিবস

১২৯০ প্রবল ভূমিকম্পে চীনে এক লক্ষ লোকের মৃত্যু ঘটে।
১৭৬০ কোম্পানির সঙ্গে আঁতাতের বলে মীর কাশিম মীরজাফরকে গদিচ্যুত করে বাংলার নবাব হন এবং বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম জেলা কোম্পানির হাতে তুলে দেন।
১৭২২ আমেরিকার স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা স্যামুয়েল অ্যাড্যাম্‌স-এর জন্ম।
১৭৮১ হায়াদর আলী ও ব্রিটিশ সেনাদের মধ্যে শলনগড় যুদ্ধ শুরু হয়।
১৮২১ সুইস কবি ও দার্শনিক আঁরি আমিয়েল-এর জন্ম।
১৮৩৩ বাংলার নবজাগরণের পুরোধা মনীষী রামমোহন রায়-এর মৃত্যু।
১৮৭৫ সাহিত্যে নোবেলজয়ী (১৯২৬) ইতালিয় লেখিকা গ্রাৎসিয়া দেলেদ্দার জন্ম।
১৮৯১ রুশ ঔপন্যাসিক ইভান গনচারভ-এর মৃত্যু।
১৯০৬ কথাসাহিত্যিক সতীনাথ ভাদুড়ীর জন্ম।
১৯১৫ ফরাসি লেখক সাহিত্য সমালোচক রেমি দ্য গুরুমঁ-র মৃত্যু।
১৯১৭ ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর এদগার দেগা-র মৃত্যু।
১৯২৭ স্বাধীনতা সংগ্রামী ও গদর পার্টির নেতা বরকাতুল্লাহ্‌র মৃত্যু।
১৯৩৩ মহিলা কবি কামিনী রায়ের মৃত্যু।
১৯৩৯ ওয়ারশ জার্মান বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
১৯৪০ দ্বিতীয় মহাযুদ্ধকালে জার্মানি, ইতালি ও জাপান ত্রিপক্ষীয় আঁতাত সম্পন্ন করে।
১৯৪০ নোবেলজয়ী (১৯২৭) অস্ট্রীয় মনোবিজ্ঞানী জুলিয়াস জোসেফ ভাগনার-এর মৃত্যু।
১৯৪৪ ফরাসি ভাস্কর আরিস্তিদ্‌ মাইয়ল-এর মৃত্যু।
১৯৪৪ উগ্র বামপন্থী রাজনীতিবিদ সিরাজ শিকদার-এর জন্ম।
১৯৫৬ বিশ্বের অন্যতম সেরা মহিলা ক্রীড়াবিদ ডিডরিকসন জাহারিয়াসের মৃত্যু।
১৯৫৮ ভারতীয় সাতারু মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।
১৯৯৬ তালেবানের হাতে কাবুলের পতন ঘটে।
১৯৯৬ আফগানিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি ড. সাইদ মোহাম্মদ নাজিবুল্লা-র মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধপর্যটন শিল্পের বিকাশে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধকবি কামিনী রায় : নারী শিক্ষার অগ্রদূত