এই দিনে

| বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৮:০৩ পূর্বাহ্ণ

১২২৭ চেঙ্গিস খানের মৃত্যু।
১৫৮৭ আমেরিকায় প্রথম ইংরেজ শিশু ভার্জিনিয়া ডেয়ার-এর জন্ম।
১৬৪২ ইতালীয় চিত্রশিল্পী গুটদো রেনি-র মৃত্যু।
১৭৫০ ইতালীয় সঙ্গীতস্রষ্টা আন্তোনিও সালিয়ারি-র জন্ম।
১৭৯৪ বাংলায় সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ মিশনারি জন ক্লার্ক মার্শম্যানের জন্ম।
১৮০০ লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন।
১৮০৩ স্কটিশ কবি ও দার্শনিক ড. জেম্‌স্‌ বিটি-র মৃত্যু।
১৮১২ স্মোলেন্‌স্ক্‌-এর যুদ্ধে রুশরা নেপোলিয়নের কাছে পরাজিত হন।
১৮৫৮ মহিলা কবি গিরীন্দ্রমোহিনী দাসী-র জন্ম।
১৮৯৮ শিক্ষাবিদ, ‘জ্ঞানান্বেষণ সমিতি’র পুরোধা রামতনু লাহিড়ীর মৃত্যু।
১৮৯৯ ইতালীয় স্থপতিবিদ্যা-বিশারদ পিয়েতো বেল্লুচি-র জন্ম।
১৯০৫ সাপ্তাহিক বসুমতী সম্পাদক যোগেন্দ্রচন্দ্র বসুর মৃত্যু।
১৯০৮ বিপ্লবী মাদাম কামা প্রথম বিদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন।
১৯০৯ ফরাসি চলচ্চিত্র পরিচালক মার্সেল কার্নে-র জন্ম।
১৯২২ ইংরেজ প্রকৃতিবিদ ও লেখক ইউলিয়াম হেনরি হাডসনের মৃত্যু।
১৯১২ ফরাসি ঔপন্যাসিক, চলচ্চিত্রকার ও সাহিত্যতাত্ত্বিক আল্যাঁ রব্‌-গ্রিইয়ে-র জন্ম।
১৯৪১ ব্রিটেনের জাতীয় অগ্নি নির্বাপক সংস্থা গঠিত হয়।
১৯৪৪ জার্মান কমিউনিস্ট নেতা আর্নেস্ট থায়েলম্যানকে হত্যা করা হয়।
১৯৪৫ তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজী সুভাষচন্দ্র বসু নিহত হন বলে সংবাদ প্রচারিত হয়।
১৯৪৫ লেখিকা ও আধুনিক বাংলা গানের রচয়িতা সরলাদেবী চৌধুরাণী-র মৃত্যু।
১৯৫৮ বাংলাদেশের সাঁতারু ব্রজেন দাস ইংলিশ চ্যানেল অতিক্রম করে রেকর্ড সৃষ্টি করেন।
১৯৬৮ সাংবাদিক ও রাজনীতিবিদ মওলানা মোহাম্মদ আকরম খাঁ-র মৃত্যু।
১৯৬৯ সম্পাদক ও কবি হুমায়ুন কবির-এর মৃত্যু।
১৯৮০ রবীন্দ্রসংগীত শিল্পী ভারতীয় গণনাট্য আন্দোলনের অন্যতম পুরোধা দেবব্রত বিশ্বাসের মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের মন্ত্রী ও এমপিদের ধন্যবাদ জানাই
পরবর্তী নিবন্ধসুভাষচন্দ্র বসু : স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা