এই দিনে

| মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১০:১১ পূর্বাহ্ণ

১২১৫ ইংল্যাণ্ডের রাজা জন ব্যারনদের চাপের মুখে ম্যাগনা কার্টায় (মহাসনদ) স্বাক্ষর দেন।
১৭৫৯ আওরঙ্গজেব আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে আরোহণ করেন।
১৭৬৫ ভারততত্ত্ববিদ হেনরি টমাস-এর জন্ম।
১৮২৫ কলকাতায় সুপ্রিম কোর্ট বার লাইব্রেরি স্থাপিত হয়।
১৮৪৩ নরওয়েজীয় সংগীতস্রষ্টা এড্‌ভার্‌ গ্রিগ্‌-এর জন্ম।
১৮৪৪ ইংরেজ কবি টমাস ক্যাম্পবেল-এর মৃত্যু।
১৮৫২ মনোমোহন বসুর সম্পাদনায় অর্ধ-সাপ্তাহিক পত্রিকা ‘সংবাদ বিভাকর’ প্রকাশিত।
১৮৫৪ কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠিত হয়।
১৮৫৫ ব্রিটেনে সংবাদপত্রের উপর থেকে কর তুলে দেওয়া হয়।
১৮৯৯ ভাস্কর দেবীপ্রসাদ রায়চৌধুরীর জন্ম।
১৮৮৯ রোমানীয় কবি মিহাইল এমিনেস্কু-র মৃত্যু।
১৯০২ মার্কিন মনোবিদ এরিক এরিকসন-এর জন্ম।
১৯০৮ কলকাতা স্টক এক্সচেঞ্জ চালু হয়।
১৯১৫ নোবেলজয়ী (১৯৫৪) মাার্কিন চিকিৎসক টমাস ওয়েলার-এর জন্ম।
১৯১৬ নোবেলজয়ী (১৯৭৮) মাার্কিন অর্থনীতিবিদ হার্বটি আলেকজান্ডার -এর জন্ম।
১৯১৬ আমেরিকায় বয়স্কাউট আন্দোলন সংগঠিত হয়।
১৯২২ অর্থনৈতিক বিষয় আলোচনার জন্য হেগ সম্মেলন শুরু হয়।
১৯২৯ আর্কবাতি উদ্ভাবক চার্লস বুশ-এর মৃত্যু।
১৯৪১ নাৎসি বাহিনীর হাতে পারি-র পতন ঘটে।
১৯৭১ নোবেলজয়ী (১৯৪৬) মার্কিন জৈবরসায়নবিদ ওয়েনডেল স্ট্যানলি-র মৃত্যু।
১৯৭৭ দীর্ঘ ৪০ বছর পর স্পেনে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৮২ ফকল্যান্ডে আর্জেন্টিনার সেনাদল ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
১৯৮৮ লেখক রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরীর মৃত্যু।
১৯৯১ ভারতের পাঞ্জাবের উগ্রপন্থীরা লুধিয়ানার বাডডোলা ও কুইলা রাইপুর স্টেশানে ২৫ জন রেলযাত্রীকে নশংসভাবে গুলি করে হত্যা করে।
১৯৯৩ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে ভেঙে যায়।

পূর্ববর্তী নিবন্ধকর পুনর্মূল্যায়ন কার্যক্রম শুরু করার বিষয়ে সিটি মেয়রকে ভাবতে হবে
পরবর্তী নিবন্ধসরদার ফজলুল করিম : মননের আলোকবর্তিকা