এই দিনে

| বুধবার , ৩১ মার্চ, ২০২১ at ৪:৫৭ পূর্বাহ্ণ

১৫৯৬ ফরাসি দার্শনিক ও বিজ্ঞানী রেনে দেকার্তের জন্ম।
১৬৩১ ইংরেজ কবি জন ডান-এর মৃত্যু।
১৬৬৩ মোগল সেনাপতি মীর জুমলার মৃত্যু।
১৭১৩ ইউট্র্যক্ট নগরের সন্ধির মাধ্যমে স্পেনীয় উত্তরাধিকার সংক্রান্ত মহাযুদ্ধের অবসান হয়।
১৭৩২ অষ্ট্রীয় সংগীতস্রষ্টা ইয়োসেফ হাইডেন-এর জন্ম।
১৭৭৪ কলকাতায় পোস্ট মাস্টার জেনারেলে পদ সৃষ্টি করা হয়।
১৮০৭ খিদিরপুর থেকে প্রথম বাষ্প চালিত জাহাজ পানিতে ভাসানো হয়।
১৮০৯ ইংরেজ সাহিত্যিক ও অনুবাদক এডওয়ার্ড ফিডজেরাল্ড-এর জন্ম।
১৮১১ জার্মান বিজ্ঞানী রবার্ট ভিলহেলম্‌ বুনসেন-এর জন্ম।
১৮২৪ প্রথম ভারতীয় টাকশালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৮৩৭ ইংরেজ চিত্রশিল্পী জন কনস্টেবল-এর মৃত্যু।
১৮৪২ বিজ্ঞানী হেনরি শ্রাপনেল্‌-এর মৃত্যু।
১৮৪৯ মার্কিন চিকিৎসক ও হোমিওপ্যাথির ব্যাখ্যাতা ডা. জেমস টাইলার কেন্ট-এর জন্ম।
১৮৫৫ ঔপন্যাসিক শার্লো ব্রঁতে-র জন্ম।
১৮৭০ বিজ্ঞানী স্যার উইলিয়াম জ্যাকসন পোপ-এর জন্ম।
১৮৭৭ ফরাসি অর্থনীতিবিদ ও গণিতজ্ঞ অতিয়েনে আগুস্তিন কোনোর্ত-এর মৃত্যু।
১৮৮২ কলকাতায় প্রথম টেলিফোন এক্সচেঞ্জ চালু হয়।
১৮৮৫ বেলজীয় চিত্রশিল্পী ঝুল পাস্‌কঁ-র জন্ম।
১৮৮৯ প্যারিতে ইফেল টাওয়ার উদ্বোধন করা হয়।
১৮৯০ পদার্থ বিদ্যায় নোবেলজয়ী (১৯১৫) অস্ট্রেলীয় বিজ্ঞানী স্যার ইউলিয়াম লন্সের ব্যাগ এর জন্ম।
১৯০৬ পদার্থবিদ্যায় নোবেল জয়ী (১৯৬৫) জাপবিজ্ঞানী সিন-ইতিরো তেমোপ্রার জন্ম।
১৯১৪ নোবেলজয়ী (১৯৯০) মেক্সিকান লেখক অক্টাভিও পাজ-এর জন্ম।
১৯১৭ নোবেলজয়ী (১৯০১) জার্মান জীবাণুতত্ত্ববিদ এমিল ফন বেরিং-এর মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যবিধির উপর অনেক বেশি জোর দিতে হবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম শহরে ছাদ বাগান বাধ্যতামূলক করা হোক