এই দিনে

| সোমবার , ১৪ ডিসেম্বর, ২০২০ at ৫:৪৪ পূর্বাহ্ণ

শহীদ বুদ্ধিজীবী দিবস

১৫৪২ মেরি স্কটিশ সিংহাসনে আরোহণ করেন।
১৫৪২ স্কটল্যান্ডের রাজা পঞ্চম জেম্‌স্‌-এর মৃত্যু।
১৫৪৬ ডেনমার্কের জোতির্বিজ্ঞানী ও গণিতজ্ঞ টাইকো ব্রাহি-র জন্ম।
১৭১৩ পুরাতত্ত্ববিদ টমাস রাইমার-এর মৃত্যু।
১৭৮৫ ইতালীয় চিত্রশিল্পী ও খোদাইকার জিওভান্নি বাত্তিস্তা শিপ্রিয়ানি-র মৃত্যু।
১৭৮৮ জার্মান সংগীতস্রষ্টা কার্ল ফিলিপ এমানুয়েল বাখ-এর মৃত্যু।
১৭৯৯ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন-এর মৃত্যু।
১৮৭৩ সুইস ভূতত্ত্ববিদ; প্রকৃতিবিদ ও শিক্ষাবিদ ঝ্যাঁ লুই অ্যাগাসিজ-এর জন্ম।
১৮৯৫ ফরাসি কবি পল এল্যুয়ার (ইউজিন গ্রিদেল)-এর জন্ম।
১৯০১ বিজ্ঞানী ম্যাঙ প্ল্যাংক তাঁর কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করেন।
১৯০৯ নোবেলজয়ী (১৯৫৮) মার্কিন বংশানুবিদ এডওয়ার্ড টাটুম-এর জন্ম।
১৯১১ নরওয়েজীয় অভিযাত্রী রোয়াল্‌ আমুল্ড্রসেন প্রথম দক্ষিণ মেরুতে পৌঁছান।
১৯১২ সংগীতশিল্পী ও সুরকার হেমাঙ্গ বিশ্বাসের জন্ম।
১৯১২ নোবেলজয়ী (১৯৬৪) রুশ বিজ্ঞানী নিকোলাই বাসোভ-এর জন্ম।
১৯১৮ ব্রিটেনের সাধারন নির্বাচনে মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার প্রয়োগ করেন।
১৯২৪ হিন্দি চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেতা রাজকাপুরের জন্ম।
১৯৪৬ আন্তর্জাতিক শ্রম সংস্থা (অীৃ) প্রতিষ্ঠিত হয়।
১৯৪৭ রুমানিয়া গণপ্রজাতন্ত্রী দেশে পরিণত হয়।
১৯৭০ কবি কুমুদরঞ্জন মল্লিকের মৃত্যু।
১৯৭১ বাংলাদেশে মুক্তিযুদ্ধকালে আলবদর বাহিনী তাঁদের নির্মম নীল নকশা আনুযায়ী বাংলাদেশের অগণিত বুদ্ধিজীবীকে হত্যা করে। নিহত ও নিখোঁজ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন আনোয়ার পাশা, মুনীর চৌধুরী, মোফাজ্জেল হায়দার চৌধুরী, ডা. মোহাম্মদ মোর্তজা, শহীদুল্লাহ কায়সার প্রমুখ।
১৯৭১ বাংলাদেশের মুক্তিযুদ্ধে মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ শহীদ হন।
১৯৮৪ নোবেলজয়ী (১৯৭৭) স্পেনীয় কবি ভিনচেন্তো আলেকজান্দ্রে-র মৃত্যু।
১৯৮৯ নোবেলশান্তি পুরস্কারে ভূষিত (১৯৭৫) সোভিয়েত বিজ্ঞানী আন্দ্রে শাখারাভর মৃত্যু।
১৯৯৫ প্যারিসে বসনীয় শান্তিচুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়।

পূর্ববর্তী নিবন্ধশহীদ বুদ্ধিজীবীদের অনুসৃত পথেই দেশকে এগিয়ে নিতে হবে
পরবর্তী নিবন্ধপুরাতন চান্দগাঁওয়ে ফুটওভার ব্রিজ চাই