এই দিনে

| সোমবার , ১২ অক্টোবর, ২০২০ at ৫:০১ পূর্বাহ্ণ

স্পেনের জাতীয় দিবস

১৪৯২ কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে পৌঁছালে আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হয়।
১৪৯২ ইতালীয় চিত্রশিল্পী ও লেখক পিয়েরো দেল্লা ফ্রানসেস্‌কা-র মৃত্যু।
১৭৮১ ব্রিটিশ সেনাবাহিনী দক্ষিণ ভারতের নাগাপট্টম অধিকার করে।
১৮৫৮ জাপানি শিল্পী আনদো হিরোশিগে-র মৃত্যু।
১৮৬৪ মহিলা কবি কামিনী রায়ের জন্ম।
১৮৬৫ নোবেলজয়ী (১৯২৯) ইংরেজ জীবরসায়নবিদ আর্থার হার্ডেন-এর জন্ম।
১৮৮১ গদ্যলেখক ও সাহিত্যিক-সম্পাদক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের জন্ম।
১৮৯০ পর্তুগিজ সংগীতস্রষ্টা লুইশ দে ফ্রেইতাস ব্রাঙ্কুর জন্ম।
১৮৯৬ নোবেলজয়ী (১৯৭৫) ইতালীয় কবি ও গল্পকার ইউজিনিও মন্তালে-র জন্ম।
১৯০৯ কলকাতায় অনুশীলন সমিতি নিষদ্ধ ঘোষিত হয়।
১৯২১ অভিনেতা, লেখক ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা কেনেথ গ্রিফিথ-এর জন্ম।
১৯২৪ নোবেলজয়ী (১৯২১) ফরাসি কথাশিল্পী আনাতোল ফ্রাঁস-এর মৃত্যু।
১৯৩০ লন্ডনে গোলটেবিল বৈঠক শুরু হয়।
১৯৬৪ তিন রুশ নভোচারী ভ্লাদিমির কোমানভ, কনস্তান্তিন ফিওক্তিস্তভ্‌ ও বোরিস ইয়োগোরভ ভস্তকণ্ড২৪ নভোযানে মহাশূন্যে পাড়ি দেন এবং ২৪ ঘণ্টা ১৭ মিনিট মহাশূন্যে ভ্রমণ শেষে ভূ-পৃষ্ঠে অবতরণ করেন।
১৯৬৫ নোবেলজয়ী (১৯৪৮) সুইস রসায়নবিদ পল হেরম্যান ম্যুলার-এর মৃত্যু।
১৯৬৮ বিষুবীয় গিনি স্বাধীনতা লাভ করে।
১৯৭৬ চীনে মাওয়ের পত্নী চিয়াংচিঙ ও অন্য তিন জন শীর্ষ র‌্যাডিক্যাল নেতা গ্রেপ্তার হন।
১৯৮১ ভারতীয় রসায়নবিদ ও পদার্থবিদ ড. গুরুপ্রসাদ চট্টোপাধ্যায়ের মৃত্যু।
১৯৮৬ এল সালভেদারে ভূমিকম্পে ১৮০০ লোকের প্রাণহানি ঘটে।
১৯৮৭ নোবেলজয়ী (১৯৫৬) মার্কিন উদ্ভাবক ওয়াল্টার ব্র্যাটেইন-এর মৃত্যু।
১৯৯১ ভারতের কমিউনিস্ট ব্যক্তিত্ব ও স্বাধীনতা সংগ্রামী বিশ্বনাথ মুখোপাধ্যায়ের মৃত্যু।
১৯৯২ কলকাতায় প্রথম দক্ষিণ এশীয় উৎসব শুরু।
১৯৯৬ পাপুয়া নিউগিনির সরকার প্রধান বোগেনভিলি থিয়োডোর মিবিয়াঙ নিহত হন।

পূর্ববর্তী নিবন্ধমানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দিতে হবে
পরবর্তী নিবন্ধআনাতোল ফ্রাঁস : প্রগতিভাবাপন্ন সাহিত্যিক