এই দিনে

| মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ৭:০৭ পূর্বাহ্ণ

১৬২৭ ওলন্দাজ চিত্রশিল্পী সামুয়েল হুগস্ট্রাটিন-এর জন্ম।
১৭১৮ স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ডণ্ডএই চতুঃশক্তির মৈত্রী জোট হয়।
১৭৬৩ মুর্শিদাবাদ দখলের পর ব্রিটিশ সৈন্য গিরিয়াতে মিরকাশিম-এর সঙ্গে যুদ্ধ লিপ্ত হয়। যুদ্ধে মিরকাশিম পরাস্ত হন।
১৭৯৯ ফরাসি বেলুনচারী জাঁক মত্‌গলফিয়ে-এর মৃত্যু।
১৮২০ ব্রিটিশ পদার্থবিদ জন টিন্ডল-এর জন্ম।
১৮২৩ ইংরেজ ঐতিহাসিক এডওয়ার্ড আগাস্টাস ফ্রিমান-এর জন্ম।
১৮৩৫ সাপ্তাহিক ‘সুলতান-উল-আখবর’ প্রকাশিত হয়।
১৮৩৫ টেলিফোনের মার্কিন উদ্ভাবক এলিসা গ্রে-র জন্ম।
১৮৫৮ ব্রিটিশ কলোম্বিয়া গ্রেটব্রিটেনের উপনিবেশ হয়।
১৮৫৮ ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার গ্রহণ করে এবং ভারতের সর্বোচ্চ শাসককে ‘ভাইসরয়’ পদবি দেওয়া হয়।
১৮৬১ রসায়নবিদ ও সমাজসেবক আর্য প্রফুল্লচন্দ্র রায়-এর জন্ম।
১৮৯৪ ব্রিটেনে মৃত্যুকর প্রথম প্রবর্তিত হয়।
১৮৯৪ প্রথম বাঙালি স্থপতি নীলমণি মিত্রের মৃত্যু।
১৯২১ ইতালীয় অপেরা-ব্যক্তিত্ব এনরিকো কারুস্‌সো-র মৃত্যু
১৯২২ স্কট বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল-এর মৃত্যু।
১৯৩৪ জার্মানির স্বৈরশাসক রূপে আডলফ্‌ হিটলারের আত্ম-প্রকাশ।
১৯৪৫ স্তালিন, রুজভেল্ট ও চার্চিল পটসডামে মিলিত হয়ে ইউরোপে শাস্তি স্থাপনের উদ্দেশ্যে এক চুক্তি স্বাক্ষর করেন।
১৯৪৫ ইতালীয় সংগীতস্রষ্টা পিয়েত্রো মাসকাঞ্‌নি-র মৃত্যু।
১৯৬২ দক্ষিণ আফ্রিকার মুক্তি সংগ্রামের নেতা নেলসন ম্যান্ডেলা কারারুদ্ধ হন।
১৯৮০ ভাস্কর ও চিত্রশিল্পী রামকিঙ্কর বেইজ-এর মৃত্যু।
১৯৮৭ বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী-র মৃত্যু
১৯৯০ ইরাকি ট্যাংক ও পদাতিক বাহিনী রাতারাতি কুয়েত দখল করে নেয়।

পূর্ববর্তী নিবন্ধঅর্থনীতির চলমান সংকট কাটবে কবে
পরবর্তী নিবন্ধআলেকজান্ডার গ্রাহাম বেল : টেলিফোন আবিষ্কারক