এই দিনে

| বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ৭:২৮ পূর্বাহ্ণ

বেলজিয়ামের জাতীয় দিবস

১৬২০ ফরাসি জ্যোতির্বিদ ঝাঁ পিকার-এর জন্ম।
১৬৫৮ মোগল সম্রাট আওরঙ্গজেব দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
১৭৭৩ পোপ ক্লিমেন্ট যিশু সমিতি বিলুপ্ত করেন।
১৭৯৬ স্কটল্যান্ডের জাতীয় কবি রবার্ট বার্নস-এর মৃত্যু।
১৭৯৮ পিরামিডের যুদ্ধে নেপোলিয়ান মামেলুক সেনাবাহিনীকে পরাজিত করে মিশর দখল করেন।
১৮১৬ সংবাদ সংস্থা রয়টার-এর প্রতিষ্ঠাতা পল জুলিয়াস ফন রযটার-এর জন্ম।
১৮৩১ নেদারল্যান্ডের অন্তর্গত বেলজিয়াম স্বাধীনতা লাভ করের।
১৮৭৬ ডা. যদুনাথ মুখোপাধ্যায়ের সম্পাদনায় মাসিক ‘চিকিৎসা কল্পদ্রুম’ প্রকাশিত হয়।
১৮৮৩ ভারতের প্রথম রঙ্গমঞ্চ ‘স্টার থিয়েটার’-এর উদ্বোধন হয়।
১৮৮৮ বেলজীয় চলচ্চিত্র পরিচালক ঝাক ফেদে-র জন্ম।
১৮৯৯ নোবেলজয়ী (১৯৫৪) মার্কিন কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে-র জন্ম।
১৯০৬ আইনজ্ঞ ও জাতীয়তাবদী রাজনীতিবিদ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু।
১৯৩৫ রবীন্দ্রসংগীত প্রশিক্ষক ও শিল্পী দিনেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু।
১৯৫১ কবি ও মহাকাব্য রচয়িতা কায়কোবাদ-এর মৃত্যু।
১৯৫৯ মার্কিন যুক্তরাষ্ট্রে পারমাণবিক শক্তিচালিত প্রথম বাণিজ্যতরী সাগরে ভাসানো হয়।
১৯৫৯ সংস্কৃতিবিদ ও শিক্ষাব্রতী উপেন্দ্রনাথ বিদ্যাভূষণ শাস্ত্রীর মৃত্যু।
১৯৬১ মার্কিন নভোচারী ভার্জিল গ্রিমস ১৫ মিনিট মহাশূন্যে ছিলেন।
১৯৬৩ সাহিত্যিক নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের মৃত্যু।
১৯৬৪ সাহিত্যিক-সমালোচক শশিভূষণ দাশগুপ্তের মৃত্যু।
১৯৬৮ আসামের করিমগঞ্জে দিব্যেন্দু ও জগন্ময় বাংলা ভাষার মর্যাদা রক্ষায় শহীদ হন।
১৯৬৯ নিল আর্মস্ট্রং প্রথম বিশ্বের প্রথম নভোচারী যিনি চন্দ্রপৃষ্ঠে মানুষের পদচিহ্ন রাখেন।
১৯৭৬ মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহের-এর মৃত্যু।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা প্রয়োজন সঠিক পদক্ষেপ
পরবর্তী নিবন্ধকর্নেল আবু তাহের : মুক্তিযুদ্ধের বীর সেনানী